প্রতি বর্গ ফিট ছাদ ঢালাই করতে কত খরচ Roofing cost per square foot?
ছাদ ঢালাই করার জন্য আমরা কালাম সিঁড়ি বিম ছাদ এই সব গুলা আইটেম এর খরচ এক সাথে যোগ করবো। এখানে প্রতিটা আইটেম এর ভিন্ন ভিন্ন এনালাইসিস দিয়া হলো।
এখানে আমি ১৭৬৩ বর্গ ফুট ছোট একটা ছাদ ৫ তলা প্রজেক্ট আমি হিসাব করেছি। মোট খরচ বের করে আমরা ছাদ মাপ দিয়ে প্রতি বর্গ ফুট এ কত খরচ হলো আমরা হিবসা করবো।
কলামের এস্টিমেট
কলামের এস্টিমেট এর বিস্তারিত হিসাব নিচে দিয়া হলো
Typical Floor Column, কলাম ঢালাই এর হিসাব
সিমেন্ট = ১৮৩.৭*০.২২=৪০ ব্যাগ,
বালি =১৮৩.৭*.০৪৫ =৮২.৬৭ ঘনফুট
ইট = ১৮৩.৭* ৮= ১৪৬৯ পিস।
এখানে সিলেটি মোটা লাল বালু ৮০% আর সাদা কুষ্টিয়ার বালু ২০% মিশানো ভালো হবে। আর নির্মাণ কাজে পাথর ব্যবহার করতে হবে।
১৭৬৩ বর্গ ফুট এ ১২ টি কালাম দিয়ে করেছি। আমাদের খরচ হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা।
কলামের রডের হিসাব
কলামের রডের হিসাব নিচে দিয়া হলো।
কলামের রড এর জন্য ফ্লোর হাইট মানে ফ্লোর তো ফ্লোর উচ্চতা থেকে আরো লেপিং জয়েন্ট এর জন্য আরো ২ থেকে ২.৫ ফিট বাড়তি ধরা হয়।
যদি এক মাপে কোনো কালাম ৫ টি হয়, আর একটি ১০টি রড থাকে আর ফ্লোর থেকে ফ্লোর ১০ ফিট হয় তাহলে ১২.৫ ফিট রড ধরতে হবে।
তাহলে ৫*১০*১২.৫=৬২৫ ফিট রড।
যদি ১৬ মিলি রড হয় তাহলে ওজন ০.৪৮কেজি / ফিট।
ভার্টিকাল / খাড়া রড এর ওজন = ৬২৫*০.৪৮=৩০০ কেজি রড
১৭৬৩ বর্গ ফুট এ ১২ টি কালাম দিয়ে করেছি। আমাদের খরচ হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা।
Stair Estimate
সিঁড়ি করেছি লেগেছে ৪১ হাজার টাকা। সিঁড়ি ৩’৯” প্রস্থের ১০ টা ধাপ ছিল।
Roof Beam Estimate
ছাদের বিম করেছি, লেগেছে ১ লক্ষ্য ৮৭ হাজার টাকা। এখানে মেস্তরি খরচ বাদে। আমরা পরে মেস্তরি খরচ ধরে নিবো।
Slab Estimate
ছাদ আমরা ৫ ইঞ্চি করছি। ১৭৬৩ বর্গ ফুট এ আমাদের রড লেগেছে ২৩৪৮ কেজি। যদিও খান রড এর দাম বেশি।
সিমেন্ট লেগেছে ১৭১ ব্যাগ।
মোট মালামাল লেগেছে ৩ লক্ষ্য ৪৪ হাজার টাকা।
তাহলে এক বর্গ ফুট এ ১৯৫ টাকা হিসাবের সুবিধার্থে ২০০ টাকা লাগে সুদু ছাদ এ মালামাল বাবদ। তবে মেস্তরি খরচ যদি ১০০ টাকা হয় তাহলে ৩০০ টাকা প্রতি বর্গফুট খরচ হতে পারে।
বাড়ি নির্মাণ খরচ এর মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
slab casting total cost
এখন কালাম সিঁড়ি বিম ছাদ সব আইটেম যোগ করছি।
আর ইট ভাঙার জন্য ৬৫১৩ টাকা এখানে যুক্ত করেছি।
আনুসাঙ্গিক খরচ হিসাবে ৫০ হাজার টাকা যুক্ত করা হলো।
মেস্তরি খরচ ১২০ টাকা প্রতি বর্গ ফুট হলে ২ লক্ষ্য ১২ হাজরা টাকা আসে।
মোট খরচ হলো ৮ লক্ষ্য ৪০ হাজার টাকা। তাহলে খরচ হলো ৪৭৭ টাকা প্রতি বর্গ ফুট। হিসাবের সুবিধার জন্য ৪৮০ টাকা প্রতি বর্গ ফুট হতে পরে।
এডমিনিক্সের হিসাব বাদ রেখেছি। কংক্রিট মিক্স করার জন্য যেন পানি কম দিয়া করা যায় তাই Super Plastisizer ব্যবহার করলে কংক্রিট বেশি মজবুত হবে। যা আপনার বিল্ডিং এর আয়ু বাড়িয়ে দিবে।
If you have any doubt , let me know.