{ads}

কংক্রিটের চাপ শক্তি পরীক্ষার উদ্দেশ্য এবং পরীক্ষার পদ্ধতি

  • কংক্রিটের চাপ শক্তি পরীক্ষার উদ্দেশ্য(Purpose of compression test of concrete):

  • কংক্রিটের সংকোচন বা চাপ শক্তি নির্ণয় করাই হলো এই পরীক্ষার মূল উদ্দেশ্য।কারণ কংক্রিটের সর্বোচ্চ সংকোচন হতেই এর অন্যান্য গুনাবলির সঠিক চিত্র পাওয়া যায়।কংক্রিটের বিচূর্ণন শক্তি হতে সর্বোচ্চ সংকোচন শক্তি f`c এর মান নিরূপিত হয়।আবার সর্বোচ্চ সংকোচন শক্তি হতে কংক্রিটের টান সহন শক্তি,শিয়ার সহন শক্তি এবং নিরাপদ শক্তি সম্পর্কে সস্পষ্ট ধারনা পাওয়া যায়।এ কারণে কংক্রিটের বিচূর্ণন শক্তির মাধ্যমে সংকোচন শক্তি নিরূপণ করা খুবই গুরুত্বপূর্ণ।টেস্ট দ্বারা প্রাপ্ত তথ্যাদি হতে সমানুপাতিক সীমারেখা,স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং0.01% অবসেট ইল্ড স্ট্রেংথসহ পীড়ন-বিকৃতি ডায়াগ্রাম অঙ্কন করা যায়।
  • কংক্রিটের কম্প্রশন টেস্টের কিছু উদ্দেশ্য নিম্নে উল্লেখ করা হলাঃ
১। কংক্রিটের শিয়ার স্ট্রেস নির্ণয়।
২। কংক্রিটের শিয়ারিং স্ট্রেস নির্ণয়।
৩। কংক্রিটের স্ট্রেথ এর প্রকৃতি নির্ণয়।
৪। কংক্রিটের ক্রাসিং স্ট্রেংথ এবং Yeild strength নির্ণয়।
৫। কংক্রিটের অনুমোদনযোগ্য পীড়ন বা Working stress নির্ণয়।
৬। কংক্রিটের পীড়ন-বিকৃতি কার্ভ অংকন।
  • কংক্রিটের চাপ শক্তি নির্ণয়ের বিভিন্ন আকৃতির ছাঁচঃ
    সাধাতণত কংক্রিটের চাপ শক্তি নির্ণয়ের জন্য দুই ধরনের ছাঁচ ব্যবহার করা হয়।যথাঃ
    ১। কিউব বা ঘনক
    ২। সিলিন্ডার
কিউবের আকার 15 cm x 15 cm x 15 cm হয়।এটি স্টিলের বা কোন অশোষক পদার্থের দ্বারা(যেমন মোম লাগানো কার্ড বোর্ড)তৈরি হয়।অপর দিকে সিলিন্ডারের ব্যাস 15 cm এবং উচ্চতা ব্যাসের দ্বিগুণ অর্থাৎ 30 cm হয়।এ ক্ষেত্রে কোর্স এগ্রিগেটের আকার 5 cm(2″) এর অধিক নয়।কোর্স এগ্রিগেটের আকার 5 cm এর অধিক হলে সিলিন্ডারের ব্যাস কোর্স এগ্রিগেটের আকারের কমপক্ষে তিন গুন হবে এবং উচ্চতা ব্যাসের দ্বিগুণ হবে।
  • কংক্রিটের চাপ শক্তি পরীক্ষার কিউব ও সিলিন্ডার বিচূর্ণন পদ্ধতি(Procedure of crushing cubes & cylinders for compression test):
    প্রথমত সিলিন্ডার বা কিউব ছাঁচ একটি শক্ত ও সফল তলের উপর স্থাপন করতে হবে। 15 cm x 15 cm x 15 cm আকারের কিউব বা 15 cm ব্যাসের এবং 30 cm উচ্চতার সিলিন্ডার একটি মসৃণ সমতল পৃষ্ঠের উপর স্থাপন করা হয়।সাধারণত 6 mm আকারের গ্লাসপ্লেট বা 12 mm আকারের মেটাল প্লেট মোল্ড বসানোর জন্য ব্যবহৃত হয়।সদ্য প্রস্তুতকৃত কংক্রিটকে ছাঁচে তিনটি স্তরে স্থাপন করা হয় অর্থাৎ প্রতিটি স্তর মোল্ডের 1/3 আয়তন দখল করবে।প্রতিটি স্তর আলাদাভাবে একটি 16 mm (#5) ব্যাসের এবং 60 cm(24″) লম্বা রড দ্বারা (যার অগ্রভাগ সুচালো) গাদান হয়।উপরি স্তর গাদানোর পর তলটিকে কর্নি(Trowel) দ্বারা সমতল করতে হয় এবং গ্লাস অথবা মেটাল প্লেট দ্বারা আবৃত করে রাখতে হয়।2-4 ঘন্টা পর ঢাকনা খুলে উপরিতলে নিট সিমেন্টের একটি পাতলা প্রলেপ দিয়ে পুনরায় ঢেকে দিতে হয়।
    এর পর নমুনাটিকে 24 ঘন্টা তৈরিকৃত স্থানে রাখা হয়।
  • কিউরিং: 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পর কিউব বা সিলিন্ডার ল্যাবরেটরিতে এনে সিক্ত আবহাওয়ায় 70 ডিগ্রী ফারেনহাইট বা 21 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় কিউরিং করতে হয়।সাধারণত 7-28 দিলে কিউরিং করার পর টেস্ট করা হয়।পরীক্ষার 24-48 ঘন্টার পূর্বে কিউরিং করা বন্ধ করতে হয়।নমুনা প্রস্তুতে খুব সতর্কভাবে খেয়াল রাখতে হয় যে,নমুনার উভয় প্রান্তে সমতল এবং সমান্তরাল থাকে।অসমতল এবং অসমান্তরাল নমুনা নির্ভুল ফলাফল প্রদান করে না।
  • পরীক্ষাঃ
    কংক্রিট সিলিন্ডার বা কিউবের তলের মাপ গ্রহণ করে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়।অতপর নমুনাটিকে কম্প্রেশন টেস্টিং মেশিনে ( ইউনিভার্সাল টেস্টিং মেশিন ইত্যাদি) সঠিকভাবে বসাতে হয়।যদি নমুনার তলগুলো সমতল না থাকে তবে সমতল করার জন্য ক্যাপিং কম্পাউন্ড ব্যবহার করা যেতে পারে।নির্ভূল ফলাফল পাবার জন্য তলদ্বয়ের নিচে শক্ত রাবার প্যাড ব্যবহার করা হয়।
    নমুনা মেশিনে স্থাপন করার পর তা চূর্ণ না হওয়া পর্যন্ত চাপাবল প্রয়োগ করা হয়।যে লোড নমুনা চূর্ণ বা ফেইল হয় তা রেকর্ড করা হয়।রেকর্ডকৃত লোডকে নমুনার প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে সর্বোচ্চ চাপ শক্তি(f’c)পাওয়া যায়।প্রাপ্ত ডাটা মেট্রিক পদ্ধতিতে kg/cm^2 এবং এফ. পি.এস পদ্ধতিতে psi তে রূপান্তর করে নিতে হয়।তবে A.C.I কোড অনুযায়ী কিউব অপেক্ষা সিলিন্ডার বেশি গ্রহণযোগ্য
    A.C.I কোড অনুযায়ী প্রতি পরীক্ষার জন্য 28 দিন কিউরিংকৃত 2টি করে নমুনা টেস্ট করতে হয়।বর্তমানে ৩ টির একটি সেট পরীক্ষার জন্য ব্যবহার করা হয়।
    Strength design পদ্ধতি এবং Survice load পদ্ধতি উভয় ক্ষেত্রে f’c এর মান সাধারণত 211 kg/cm^2(3000 psi) ধরা হয়।প্রাপ্ত f’c এর মান থেকে f’c=0.45 f’c এই সূত্রে অনুমোদনযোগ্য পীড়ন fc এর মান নির্ণয় করা হয়

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. সিলিন্ডারগ্রাডিশন সূত্র যদি দেন ভালো হয়

    উত্তরমুছুন
  2. দুইটার কোনটি বেশি শক্তিশালী ও গ্রহণযোগ্য?

    উত্তরমুছুন
  3. কতো লোড নিলে সেই কিউব ভালো বলে ধরা হয়?

    উত্তরমুছুন

If you have any doubt , let me know.