মাঠ পর্যায়ে ইট পরীক্ষা Brick testing at field level
ইটের প্রকারঃ ইট পাঁচ প্রকার
১। ১ম শ্রেনীর ইট।
২। ২য় শ্রেনীর ইট।
৩। ৩য় শ্রেনীর ইট।
৪। ঝামা ইট।
৫। পিকেট ইট।
মাঠ পর্যায়ে ইট পরীক্ষাঃ
একটি ইট নিয়ে তার গায়ে নখের আঁচড় কাটার চেষ্টা করলে তাতে আঁচড় পড়বে না। যদি আঁচড় পরে তাহলে বুঝতে হবে ইটটি ভালো না।
একটি ইটকে অন্য একটি ইট দিয়ে আঘাত করলে যদি ঘাতব শব্দ উৎপন্ন হয়, তাহলে বুঝতে হবে ইটটি ভালো।
দুইটি ইটকে টি (T) এর মতো করে ধরে ২ মিটার উঁচু থেকে ফেলে দিলে যদি ভেঙ্গে যায়, তাহলে ইটটি ভালো না আর যদি ভেঙ্গে না যায়, তাহলে ইটটি ভালো।
একটি পাত্রে যদি ইটকে ভিজানো হয় এবং তা বুদবুদ সহকারে বেশ পরিমাণ পানি শোষণ করে নেয় এবং পানি ঘোলাটে হয়, তবে এটি ভালো ইট নয়।
একটি ইটটে ভেঙ্গে টুকরা করা হলে যদি টুকরা গুলোর রঙ দেখতে একই রকম হয়, তবে এটি ভালো ইট।
ইটের ধার ও কোণ গুলো সুক্ষ ও তীক্ষণো হলে বুঝতে হবে এটি ভালো ইট।
ইটের পৃষ্ট মসৃন ও সমতল হলে এটি ভালো ইট।
সাউন্ড টেস্ট
দুই হাতে দুটি ইট নিয়ে খুব বেশি জোরে না আবার আস্তেও না এমনভাবে একে অপরের সাথে বাড়ি দিন। যদি ঠক করে সন্তোষজনক একটি আওয়াজ হয় এবং ইটগুলো ভেঙে না যায় তাহলে এর কোয়ালিটি বেশ ভালো।
হার্ডনেস, সাউন্ডনেস এবং স্ট্রাকচারাল ইন্ট্রিগিটি টেস্ট
চোখে দেখে, স্পর্শ করে এবং শব্দ শুনে অর্থ্যাৎ আপনার ইন্দ্রিয় ব্যবহার করেও আপনি ইটের কোয়ালিটি চেক করতে পারেন। অনুমেয় যে এই পরীক্ষাগুলো খুব একটা সময়ক্ষেপণকারী নয় এবং করতে খুব বেশি টেকনিক্যাল নলেজেরও দরকার নেই। চলুন দেখে নেয়া যাক কীভাবে অল্প সময় ও শ্রম ব্যয়ে কীভাবে ইটের কোয়ালিটি চেক করা যায়।
হার্ডনেস টেস্ট
হাতের নখের উল্টোপাশ কিংবা ধারালো কোন জিনিস যেমন তারকাটা দিয়ে ইটের গায়ে আঁচর কাটার চেষ্টা করুন। উন্নতমানের ইটে এমন সাধারণ চেষ্টায় কোন দাগ পড়বে না, অন্য ইটে দাগ বসে যাবে।
If you have any doubt , let me know.