বাড়ি নির্মাণ খরচ এর মধ্যে দরজার হিসাব গুরুত্বপূর্ণ। কারণ কম তাকে ও দরজা পাওয়া যায়। কেউ যদি কম খরচ করতে চান তাহলে দরজা কম দামে কিনলে ই চলে। তবে এ ধারনাটা ঠিক না।
দরজার সম্ভাব্য দামঃ
মেহেগুনি কাঠের দরজা এর ফ্রেম ৩২০০ টাকা
মেহেগুনি কাঠের দরজা এর পাল্লা ৭০০০ টাকা
প্রধান দরজা অনেকে সেগুন কাঠের দিয়ে থাকে, এর পাল্লা ৪০,০০০ টাকা। কারুকাজ সহ।
তাহলে একটা দরোজার খরচ হলো ১০২০০ টাকার। এই রকম দরজা আছে ৯ টি = ৯১৮০০টাকা।
বাথরুমের প্লাস্টিকের দরজা ৩০০০ টাকা হলে X ৩ টি =৯,০০০ টাকা। বারান্দা এর দরজা লোহা কাঠের দিলে ৮,০০০ টাকা X ৩= ২৪,০০০ টাকা।
তাহলে মোট খরচ হবে = ১লক্ষ্য ৩০ হাজার টাকা।
তাহলে ৭০ টাকা প্রতি বর্গফুট খরচ।
বাড়ি নির্মাণ খরচ কমানোর জন্য কম দামের লোকাল দরজা ব্যবহার করা যেতে পারে।
If you have any doubt , let me know.