বীম কি,বীমের প্রকারভেদ
Beam: বীম এক প্রকার অনুভূমিক কাঠামো যা এক বা একাধিক সাপোর্ট যেমন- পিলার,কলাম, দেওয়াল ইত্যাদির উপর অবস্থান করে এর উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তরিত করে।বীম কাঠ,ইস্পাত,ঢালাই,লোহা,আর.সি.সি. ইত্যাদির তৈরি হতে পারে।
Classification: #সাপোর্টের ধরন অনুযায়ী বীম পাচ প্রকার।যথা-
১. সাধারণভাবে স্থাপিত বীম (Simple or Simply Supported Beam)
২. ক্যান্টিলিভার বীম (Cantilever Beam)
৩. ঝুলন্ত বীম (Over Hanging Beam)
৪. আবদ্ধ বীম (Fixed or Built-in-Beam)
৫. অবিচ্ছিন্ন বীম (Continuous Beam)
Classification: #সাপোর্টের ধরন অনুযায়ী বীম পাচ প্রকার।যথা-
১. সাধারণভাবে স্থাপিত বীম (Simple or Simply Supported Beam)
২. ক্যান্টিলিভার বীম (Cantilever Beam)
৩. ঝুলন্ত বীম (Over Hanging Beam)
৪. আবদ্ধ বীম (Fixed or Built-in-Beam)
৫. অবিচ্ছিন্ন বীম (Continuous Beam)
# প্রতিক্রিয়া বল নির্ণয় পদ্ধতি অনুসারে দুই প্রকার।যথা-
১. স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বীম. (Statically Determined Beam)২. স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বীম (Statically Indetermined Bemm)
Beam এ আরপিত Load: সকল ধরনের Beam এ তিন ধরনের Load কাজ করে।যথা-
১. কেন্দ্রীভূত বা বিন্দু লোড (Concentrated or Point Load)
২. সমভাবে বিস্তৃত লোড (Uniformly Distributed Load)
৩. অসমভাবে বিস্তৃত লোড (Non-Uniformaly Distributed Load) বা সমভাবে পরিবর্তিত লোড (Uniformly Varyting Load) বা ত্রিভুজাকৃতিতে বর্ধিত লোড
কনসিল বীম দিলে ভয় আছে কি?
উত্তরমুছুনকনসিল বীম বলে কিছু নাই, আপনি ফ্ল্যাট স্ল্যাব ব্যবহার করতে পারেন।
মুছুনফ্ল্যাট স্ল্যাব ব্যবহার করা কতটা নিরাপদ??
মুছুনধন্যবাদ।
উত্তরমুছুনস্যার ১০২৪স্কয়ার ফিট(৩২*৩২) বাড়ির জন্য কতটা পিলার বা বিম দরকার হবে? এটি গ্রামে করার জন্য, কোনো ফাউন্ডেশন দিতে চাইছি না, শুধু মাত্র একতালর ছাদ করতে চাই। একটু জানালে উপকৃত হবো। ধন্যবাদ
উত্তরমুছুন৯ টি পিলার ও ৯ টি বিম দরকার হবে ।ইটের ফাউন্ডেশন দিলেই চলবে ।
মুছুনএকটি কন্টিনিউস বীমের মাঝখানে কলাম থাকলে বীমের মাঝখানে লোড দিলে কলামে মোমেন্ট কি হবে?
উত্তরমুছুনকোনটি ইনডিটারমিনেট বীম..??
উত্তরমুছুনক্যান্টিলিভার বীম, ঝুলন্ত বীম, আবদ্ধ বীম, সাধারণ ভাবে স্থাপিত বীম......
ধন্যবাদ আপনাকে।
উত্তরমুছুনIf you have any doubt , let me know.