{ads}

ঢাকা মেট্রোরেল প্রকল্প। যে প্রশ্ন-উত্তর গুলো প্রত্যেক পরিক্ষাতেই দেখা যায়।Dhaka Metrorail Project. The questions and answers are seen in every exam.

ঢাকা মেট্রোরেল প্রকল্প


 বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীর অতি জনবহুল  ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট ও দূর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে ২০১৩ সালে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় যার অধীনে প্রথমবারের মত ঢাকাতে মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে প্রকল্পের কাজ উৎবধন করা হয়।

আজকে এই মেট্রোরেল প্রকল্প নিয়ে থাকছে আমাদের আয়োজন। মেট্রোরেল প্রকল্প নিয়ে যে প্রশ্ন সমূহ প্রাই আমরা বিভিন্য পরিক্ষায় দেখতে পাই, সেগুলো উল্লেখ করা হলো।



প্রশ্মঃ- রাজধানীর যানজট নিরসনে নির্মাণ করা  মেট্রোরেল রুট কোনটি?
⏩উত্তরঃ - উত্তরা থেকে মতিঝিল


প্রশ্মঃ- মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে?
⏩উত্তরঃ -  ২৬ জুন, ২০১৬


প্রশ্মঃ- মেট্রোরেলের দৈর্ঘ্য কত?
⏩উত্তরঃ -  ২০.১০ কিলোমিটার


প্রশ্মঃ- মেট্রোরেলের যাত্রী ধারণ ক্ষমতা কত?
⏩উত্তরঃ -  ৬০ হাজার।


প্রশ্মঃ- মেট্রোরেলের প্রকল্প বাস্তবায়ন করবে কোন প্রতিষ্ঠান?
⏩উত্তরঃ -  ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট নামে)


প্রশ্মঃ- মেট্রোরেলের নির্মাণ ব্যয় কত?
⏩উত্তরঃ -   ২২ হাজার কোটি টাকা (সরকার নিজস্ব অর্থায়ন করবে ৫৩৯০ কোটি টাকা আর জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকা দিচ্ছে ১৬৫৯৫ কোটি টাকা)।

 

প্রশ্মঃ- মেট্রোরেল প্রকল্পটির পরামর্শক?
⏩উত্তরঃ -  দিল্লি মেট্রোরেল কর্পোরেশন অর্থায়নে বাংলাদেশ সরকার ও জাইকা


প্রশ্মঃ- অবকাঠামো নির্মাণের জন্য চুক্তি করা হয়েছে কেন প্রতিষ্ঠানের সাথে?
⏩উত্তরঃ -  ইতাল থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড এবং চীনের সিনোহাইড্রো কর্পোরশন লিমিটেডের সঙ্গে।


প্রশ্মঃ- নির্মাণাধীন মেট্রোরেলের স্টেশন থাকবে কতটি?
⏩উত্তরঃ -  ১৬ টি।


প্রশ্মঃ- মেট্রোরেলে ট্রেন আসবে কত সময় পর পর?
⏩উত্তরঃ -  প্রায় ৪ মিনিট পর পর।


প্রশ্মঃ- মতিঝিল থেকে উত্তরা ২০ কি.মি. পথ ট্রেন পাড়ি দিবে কত সময়ে?
⏩উত্তরঃ -  ৪০ মিনিটে।


প্রশ্মঃ- মেট্রোরেলের সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘণ্টায় কত কি.মি.?
⏩উত্তরঃ -  ১০০ কি.মি.।


উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে)
নির্মিত হবে- (বিমানবন্দর থেকে কুতুবখালী)
পরবর্তীতে সম্প্রসারণ করা হবে- উত্তরে গাজীপুর থেকে দক্ষিণে নারায়ণগঞ্জ পর্যন্ত।
২২ কি. মি. দৈর্ঘ্যের উড়াল সড়ক নির্মিত হবে বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত।


প্রশ্মঃ- মেট্রোরেল প্রকল্পের বিল পাস হয় কত সালে?
⏩উত্তরঃ -  ২০১১ সালে।


প্রশ্মঃ- মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করা হয় কবে?
⏩উত্তরঃ -  ২০১১ সালে।


প্রশ্মঃ- মেট্রোরেল মূল সড়কের দৈর্ঘ্য কত হবে?
⏩উত্তরঃ -  ২২ কি.মি.


প্রশ্মঃ- মেট্রোরেল প্রকল্পে বিনিয়োগকারী সংস্থার নাম কি?
⏩উত্তরঃ -   ইতালির থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি


প্রশ্মঃ- মেট্রোরেলের প্রথম ধাপ চালু হওয়ার কথা ছিলো কবে?
⏩উত্তরঃ -  ২০১৯ সালে (উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত।)


প্রশ্মঃ- দ্বিতীয় ধাপ চালু হওয়ার কথা ছিলো কত সালে?
⏩উত্তরঃ -  ২০২০ সালে (আগারগাঁও থেকে মতিঝিল।)

Sourch: https://www.onusaronit

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.