পদ্মা সেতু আপডেট ২০২৩
পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হবে। ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে। চলতি বছরের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে।বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে এর ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প।
পদ্মা সেতুর টোল হার নির্ধারণঃ
পদ্মা সেতুর টোল হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে বড় বাসের জন্য টোল নির্ধারণ করা হয়েছে ২৪০০ টাকা। সর্বনিম্ন মোটরসাইকেলের জন্য ১০০ টাকা।
প্রজ্ঞাপন অনুযায়ী মাঝারি বাস ২০০০ টাকা, ছোট বাস ১৪০০ টাকা, মাইক্রোবাস ১৩০০ টাকা, পিকআপ ১২০০ টাকা; প্রাইভেট কার ও জিপের জন্য ৭৫০ টাকা।
ছোট ট্রাকের জন্য টোল ১৬০০ টাকা (৫ টন পর্যন্ত), মাঝারি ট্রাক ২১০০ টাকা (৮ টন পর্যন্ত), মাঝারি ট্রাক (৮-১১ টন) ২৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ৫৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৬০০০ হাজার টাকা এবং ট্রেইলার (৪ এক্সেলের বেশি) ৬০০০ হাজারের সঙ্গে প্রতি এক্সেলের জন্য ১৫০০ টাকা।
প্রশ্মঃ- পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তরঃ - ৮১টি।
প্রশ্মঃ- পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তরঃ - ৬০ ফুট।
প্রশ্মঃ- পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তরঃ - দুই পাড়ে ১২ কিলোমিটর।
প্রশ্মঃ- পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তরঃ - ২৬৪টি।
প্রশ্মঃ- পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তরঃ - পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
প্রশ্মঃ- পদ্মা সেতু হলে দেশের আর্থিক প্রবৃদ্ধি কত শতাংশ বাড়বে?
উত্তরঃ - এই সেতু হলে দেশের আর্থিক প্রবৃদ্ধি ১.২ শতাংশ বাড়বে, প্রতিবছর ০.৮৪ শতাংশ হারে দারিদ্র্য বিমোচন হবে।
প্রশ্মঃ- পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ - ৬.১৫ কিলোমিটার।
প্রশ্মঃ- পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তরঃ - দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।
প্রশ্মঃ- পদ্মা সেতু চুক্তি স্বাক্ষরের তারিখ কত?
উত্তরঃ - চুক্তি স্বাক্ষরের তারিখ : জুন ১৭, ২০১৪।
প্রশ্মঃ- পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তরঃ - মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
প্রশ্মঃ- প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তরঃ - ৬টি।
প্রশ্মঃ- পদ্মা সেতু কার্যাদেশ প্রদানের তারিখ কত?
উত্তরঃ - কার্যাদেশ প্রদানের তারিখ : নভেম্বর ২৬, ২০১৪।
প্রশ্মঃ- পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তরঃ - ৭২ ফুটের চার লেনের সড়ক।
প্রশ্মঃ- পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তরঃ - ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
প্রশ্মঃ- পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তরঃ - ৩৮৩ ফুট।
প্রশ্মঃ- পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তরঃ - নিচ তলায়।
প্রশ্মঃ- পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তরঃ - ৪২টি।
প্রশ্মঃ- পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তরঃ - দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
প্রশ্মঃ- পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তরঃ - প্রায় ৪ হাজার।
প্রশ্মঃ- পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তরঃ - চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
প্রশ্মঃ- পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তরঃ - ৩.১৮ কিলোমিটর।
প্রশ্মঃ- পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তরঃ - ৩.১৮ কিলোমিটর।
প্রশ্মঃ- পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?
উত্তরঃ - ২০১৮ সালের ডিসেম্বরে।
প্রশ্মঃ- বিশ্বে দীর্ঘতম সেতু হিসেবে কততম স্থান দখল করে নিয়েছে পদ্মা সেতু?
উত্তরঃ - বঙ্গবন্ধু সেতুকে টপকে বিশ্বে দীর্ঘতম সেতু হিসেবে এগারো তম স্থান দখল করে নিয়েছে পদ্মা সেতু।
প্রশ্মঃ- পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তরঃ - গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
প্রশ্মঃ- পদ্মা সেতু দক্ষিনের কয়টি জেলাকে যুক্ত করবে?
উত্তরঃ - সরাসরি সড়কপথে যুক্ত হবে দক্ষিণ জনপদের ২১ জেলা।
Sourch: https://www.onusaron
If you have any doubt , let me know.