{ads}

ঢালাইতে কত পরিমাণ পাথর আর বালি লাগবে? বের করার সূত্র কী?

ঢালাইতে কত পরিমাণ পাথর আর বালি লাগবে


কিভাবে বিল্ডিং এর ছাদ ঢালাইদেওয়র জন্য, ইট, বালু, রড, সিমেন্টের হিসাব বের করা যায়। তাই এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন এবং আপনার বাসায় নিজেরাই, ইট, বালু, সিমেন্টের, হিসাব বের করতে পারবেন।

Calculation of the roof rod of the building.

আর তাই আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, যে 60 ফিট প্রস্থ এবং 50 মিটার দৈর্ঘ্য, এবং 5 ইঞ্চির পুরুত্ব ছাদের ডিজাইন করেছি।

এটা দেখে আপনারা সবকিছু বুঝতে পারবেন, ইসাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখাবো কতটুক, ইট, বালি, সিমেন্ট প্রয়োজন। আপনারা চাইলে আপনাদের বাড়ির দৈর্ঘ্য, পস্থ, মেপে ক্যালকুলেশন করে বের করতে পারবেন।

আয়তন বের করতে হলেঃ দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা = আয়তন"

  • দৈর্ঘ্য 50 ফিট
  • প্রস্থ 60 ফিট
  • পুরুত্ব / উচ্চতা 5 ইঞ্চি
  • পুরা ছাদের ক্ষেত্রফল বের করব ? ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য-প্রস্থ গুন করতে হবে
  • ক্ষেত্রফল: 60x50 = 3000 বর্গফুট
  • তারমানে আমরা বলতে পারি 3000 বর্গফুটের একটি ছাদে মালামাল বের করতে হবে, কতটুকু মালামাল লাগবে।
  • আয়তন: 3000x5÷12 = 1250 ফুট। (বেজা আয়তন)

এই 1250 ঘনফুট জুড়ে আমাদের ছাদে, ইট,বালি,সিমেন্ট থাকবে,

কিন্তু আমরা যখন বাজার থেকে ইট, বালু, সিমেন্ট, কিনে আনব তখন কিন্তু আমার জোড়া লাগানো অথবা পেস্ট অবস্থা পাবনা। তার জন্য আমরা সবকিছু আলাদা আলাদা কিনতে হবে।

তাই আমরা যেহেতু ইট, বালু, সিমেন্ট, সবকিছু শুকনা কিনব তাই ভেজ আয়তনের সাথে( 1.5) গুন করতে হবে।

  • বেজা আয়তন × 1.5
  • শুকনো আয়তনঃ (1250×1.5) = 1875 ঘন ফুট

এখন আমরা শুকনো আয়তনে, ইট, বালু, সিমেন্ট, খোয়া, কতটুকু লাগবে তা আমরা বের করব।

ছাদের ঢালাই এর অনুপাত

  • ছাদের ঢালাই অনুপাত সাধারণত = 1:2:4
  • ১ ব্যাগ সিমেন্ট,
  • ২ ব্যাগ বালু
  • ৪ ব্যাগ খোয়া

আমরা যদি একটু অন্যভাবে বলি

  1. ১ ঘনফুট সিমেন্ট
  2. ২ ঘনফুট বালু
  3. ৪ ঘনফুট খোয়া

এগুলোকে বলা হয় অনুপাত, এবং এই অনুপাত যদি আমরা যোগ করি! ১+২+৪=৭ এবং অনুপাতে যোগাযোগ =7

আমারা প্রথমে সিমেন্ট হিসাব বের করবো, তার জন্য শুকনো আয়তন এর সাথে মোট অনুপাত ভাগ করতে হবে এবং সিমেন্টের অনুপাতে গুন করতে হবে,



শুকোনো আয়তন÷মোট অনুপাত × সিমেন্ট অনুপাত =

°_° সুতারং

  • সিমেন্ট :1875÷7×1 = 267.85 ঘনফুট। কিন্তু বাজারে যখন আমরা সিমেন্ট কিনতে যাব, তখনতো ব্যাগে কিনতে হবে, তার জন্য 0.8 গুন করতে হবে, সিমেট এর ঘনফুট এর সাথে যেমনঃ 267.85×0.8 = 214.28 ব্যাগ সিমেন্ট লাগবে।
  • বালু : 1875÷7×2 = 535.71 ঘনফুট / cft.
  • খোয়া: 1875÷7×4 = 1071.428 ঘনফুট.

বিল্ডিং এর ছাদের রডের হিসাব,Calculation of the roof rod of the building.

বিল্ডিং এর ছাদের রডের হিসাব বের করতে হলে আপনাকে ডিজাইন দেখতে হবে, কিন্তু আমরা আনুমানিক একটা হিসাব বের করতে পারি.

  • ছাদের রডের হিসাব বের করতে হলে মোট ক্ষেত্রফল এর সাথে 1÷100 দিয়ে গুন করতে হবে, কারণ ছাদেঃ ১% রড় ব্যবহার করা হয়।
  • (মোটা আয়তন×1%)
  • = (1250×1÷100) = 12.5 ft`3( রড)
  • রড লাগবেঃ 12.5 ft•3

আমরা এখন দেখব বিল্ডিং এর ছাদের জন্য কতটুকু ইট বালু খোয়া সিমেন্ট লাগলো:

  1. সিমেন্ট = 214.28 ব্যাগ
  2. বালু= 535.71 ঘনফুট / cft.
  3. খোয়া= 1071.428 ঘনফুট
  4. রড = 12.5 ft3.

আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, কিভাবে আপনার বাড়ি বানাতে গেলে?

কত টুকু, বালু, রড, সিমেন্ট, খোয়া লাগবে তার হিসাব নিজেই করতে পারেন। না বুঝলে কমেন্ট করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.