{ads}

ফ্ল্যাটের জানলায় কী ধরনের কাঁচ Mirror for House Door

ফ্ল্যাটের জানলায় কী ধরনের কাঁচ লাগালে ভালো হবে

এক্ষেত্রে প্রথমেই ধরে নিলাম, আপনি ঢাকা বা ভারতের কথা বলছেন, মানে ট্রপিকাল ক্লাইমেট। বাড়ির জন্য কাঁচ সিলেক্ট করতে গেলে কয়েকটা জিনিস প্রথমেই মাথায় আসে,

  1. Sound barrier: যাতে বাইরের ট্রাফিক চলাচলের শব্দ ঘরে প্রবেশ করতে না পারে
  1. উৎকৃষ্ট আলো যেন ঘরে প্রবেশ করে।
  1. ঘরের তাপমাত্রা যতটা কম প্রভাবিত হয় বাইরের তাপমাত্রার জন্য।
  1. কাচ যেন ক্ষতিকারক UV রে থেকে ঘরকে রক্ষা করতে পারে।

শব্দ দূষণ বর্তমান যুগের এক অভিশাপ। কিন্তু এর থেকে মুক্তি পাবার উপায় আছে, পুরোপুরি না হলেও, ৮০% অবধি তা করা সম্ভব। যদি জানলায়, DGU বা ডাবল গ্লেজড ইউনিট বসানো যায়, সেক্ষেত্রে তা শব্দ প্রতিরোধক হিসেবে কাজ করে। ডাবল গ্লেজড ইউনিট হল, দুটি কাচকে জোড়া দেওয়া যাদের মধ্যবর্তী স্থানে আর্গন গ্যাস/ড্রাই এয়ার মলিকিউল থাকে।


এবার আসা যাক কি ধরনের কাচ লাগাবেন, সেই প্রশ্নে। ওপরের ডাবল গ্লেজড ইউনিট দেখে আপাতত এটা ক্লিয়ার যে দু-ধরনের গ্লাস আমাদের বাছতে হবে, একটা glass #1,যেটা বাইরের দিকে থাকবে আর glass #2 যেটা ঘরের দিকে থাকবে।

Glass #1,অর্থাৎ, বাইরের দিকের জন্য, সবচেয়ে ভালো হয়, যদি Low E বা Low Emissivity গ্লাস ব্যবহার করা।এই কাচ ঘরে সর্বোচ্চ পরিমান আলো প্রবেশে আর ক্ষতিকারক আল্ট্রা ভায়োলেট রে প্রবেশে বাধা দেয়। Low E glass এ একধরনের সূক্ষ্ম অণুবীক্ষণিক পাতলা coating থাকে যা UV ray কে প্রবেশে বাধা দেয়।


Glass #2, যদি বেশী খরচ করতে না চান, সেক্ষত্রে ভেতরের দিকের কাচ নর্মাল ক্লিয়ার গ্লাস লাগিয়ে নিতে পারেন। কিন্তু যদি, আরও ভালো কিছু লাগাতে চান, যেমনটা ধরুন, বড় বড় হোটেল বা গ্রিন বিল্ডিং-এ ব্যবহার করা হয়, সেক্ষত্রে আপনি ভেতরের দিকে thermal insulated glass ব্যবহার করতে পারেন।এই কাচ বাইরের তাপকে রিফ্লেক্ট করে ঘরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। তাই, এয়ারকন্ডিশনের ওপর চাপ কম পরে এবং বিদ্যুতের খরচ কমাতে সক্ষম।

এবার শেষ প্রশ্নে আসি, খরচ কেমন পড়বে।আমি দুধরনের অপশন দিচ্ছি।

DGU combination #1

6.0 mm Low E Toughened Glass + 12.0 mm Airgap + 6.0 mm Thermal Insulated Toughened Glass

মূল্য: ৩৬০-৪০০ টাকা প্রতি বর্গ ফুট

DGU combination #2

6.0 mm Low E Toughened Glass + 12.0 mm Airgap + 6.0 mm Clear Toughened Glass

মূল্য: ৩০০-৩৫০ টাকা প্রতি বর্গ ফুট

শেষমেষ, আরও একটা লেটেস্ট আইডিয়া না দিয়ে পারছি না। বছর দুয়েক আগে এই টেকনোলজি আমি ব্যবহার করেছিলাম আলিপুরে অবস্থিত একটি স্বনামধন্য হোটেলে। দুটো গ্লাসের মাঝে ইলেকট্রনিক্ ব্লাইন্ড, যা রিমোট কন্ট্রোল দিয়ে অপারেট করা যায়। যখন ইচ্ছা, ব্লাইন্ড উঠিয়ে-নামিয়ে আলোর পরিমান নিয়ন্ত্রণ করতে পারবেন। এই ব্লাইন্ডগুলির মূল্য প্রায় ১৫০০-২০০০ টাকা প্রতি বর্গ ফুট।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.