{ads}

ফ্ল্যাটের ওয়াশরুমে কাঁচের শাওয়ার এনক্লোজার লাগাতে চাই। উচ্চতা আনুমানিক ৮ ফুট আর চওড়ায় ৪ ফুট। আনুমানিক কত খরচ পড়তে পারে?

 ফ্ল্যাটের ওয়াশরুমে কাঁচের শাওয়ার এনক্লোজার লাগাতে চাই

আমি কর্মজীবনের প্রথম individual ওয়ার্ক কন্ট্রাক্ট পেয়েছিলাম এই শাওয়ার এনক্লোজার লাগানোর, প্রায় ২৫০টা।

চলুন দেখি, কিভাবে আপনাকে সাহায্য করা যায়। আপনি কিছু ইম্পরট্যান্ট ডিটেল দিয়েছেন, কিন্তু জায়গাটা দেখলে আরও ভালো বোঝো যেত। যাই হোক আমি আপনাকে কয়েকটা অপশন দেব এবং সেই অনুযায়ী খরচ কেমন পরবে তাও জানাবো।

Shower Enclosure মূলত তিন ধরনের হয়ে থাকে, ১৮০°, ১৩৫° এবং ৯০°।

১৮০° শাওয়ার এনক্লোজার

১৩৫° শাওয়ার এনক্লোজার

৯০° শাওয়ার এনক্লোজার

একটা কাঁচের শাওয়ার এনক্লোজার তৈরীর জন্য মূলত toughened glass আর glass হার্ডওয়্যারের প্রয়োজন।

উপযুক্ত গ্লাস হল, ৮মিমি অথবা ১০মিমি toughened।কাচ কেনার সময় Saint Gobain বা AIS ব্র্যান্ড এর নেবেন।

এটা তৈরী করতে যে সমস্ত গ্লাস হার্ডওয়্যার লাগে, তার একটা ছবি দিয়ে লিস্ট দিলাম বোঝার সুবিধার্থে।

গ্লাস হার্ডওয়্যার কেনার সময় অবশ্যই SS 304 গ্রেড মেটেরিয়াল নেবেন এবং বিক্রেতার কাছ থেকে গ্যারান্টি/ওয়ারেন্টি পিরিয়ড জেনে নেবেন। গ্লাস হার্ডওয়্যারে নামকরা ব্র্যান্ডগুলি হল, Ozone, Geze এবং Hardwyn।

এছাড়াও, গ্লাসের মধ্যবর্তী অংশ ওপেক/ফ্রস্টেড করে নিতে পারেন, দেখতে খুব সুন্দর লাগবে।

এবার আসি, খরচের ব্যাপারে।

আপনার দেওয়া ডিটেলস এর ওপর ভিত্তি করে, ভারতীয় মুদ্রায় খরচ পরবে,

১৮০° শাওয়ার এনক্লোজার: ২৪-২৫,০০০ টাকা

১৩৫° শাওয়ার এনক্লোজার: ২৭-২৮,০০০ টাকা

৯০° শাওয়ার এনক্লোজার: ২৭-৩০,০০০ টাকা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.