{ads}

বসার ঘরের সোফা বসানোর জন্য কিছু বিকল্প

বসার ঘরের সোফা বসানোর জন্য কিছু বিকল্প

বর্তমানে সোফার বিভিন্ন বিকল্পের চল রয়েছে। একটু বুদ্ধি খাটিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন সোফাবিহীন বসার ঘর! চলুন দেখে আসি ৯ টি বিকল্প!

১.ফ্লোর কুশনের বিন্যাস :

ফ্লোর কুশনের বিভিন্ন বিন্যাসের মাধ্যমেও চমৎকারভাবে সাজিয়ে নিতে পারেন আপনার বসার ঘরটি। এসব কুশনের উচুঁতে কম হওয়ায় তা আপনার বসার ঘরে এনে দিবে স্বাচ্ছন্দ্য ও আভিজাত্যের ছোঁয়া! আপনার বসার ঘরটিও তখন মনে হবে প্রশস্ত!

২. কাঠের মাচার সোফা :

স্ট্যান্ডার্ড সোফার চমৎকার বিকল্প এটি। অল্প জায়গার বসার ঘরগুলোর প্রতিটি ইঞ্চির সঠিক ব্যবহার নিশ্চিত করবে এ সোফাটি। কাঠের মাচার নিচের জায়গাকে সহজেই স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারেন।

৩. উঁচু বিনব্যাগ :

কেবল টিনএজার এবং শিশুরাই বিনব্যাগ ব্যবহারের উপযোগী এ ধারণাটি কিন্তু ভুল! "গ্লোবাল বেডিং" নামক একটি কোম্পানি উঁচু বিনব্যাগ তৈরি করে থাকে যেগুলোকে "পুশব্যাগ"ও বলা হয়ে থাকে। বড়রাও এ বিন ব্যাগগুলো ব্যবহার করতে পারেন অনায়াসে!

৪. কার্ডবোর্ডের ফার্নিচার :

বর্তমান সময়ের পরীক্ষামূলক ডিজাইনের যতো চল রয়েছে তার মধ্যে কার্ডবোর্ডের ফার্নিচার অন্যতম। মজবুত ও সম্পূর্ণ পরিবেশবান্ধব এ ফার্নিচারগুলো পর্যাপ্ত পরিমাণ কুশনের সাথে দারুণ উপভোগ্য!

৫. ফোল্ডেবল সোফা :

সাধারণত মজবুত কুশন দিয়ে এ ধরনের সোফা বানানো হয়। শোয়া, বসা কিংবা আড্ডা যেকোনোটির জন্য এটি সাজিয়ে নিতে পারেন ভিন্ন ভিন্ন বিন্যাসে।

৬. কুশন সেট :

নিচের ছবির সাধারণ এবং বড় কুশনগুলি যেকোন ছিমছাম ও প্রশস্ত বসার ঘরের সাথে সহজেই মানানসই।

৭. জাপানি " জেন (zen)" স্টাইল :

আগেকার দিনের বেশিরভাগ বাসা-বাড়ি গুলোতে সোফার খুব একটা চল ছিল না।তখনকার দিনে খাবার ঘরে বসেই মানুষ ঘন্টার পর ঘন্টা আড্ডা জমিয়ে তুলতো।এই রীতি থেকেই জাপানি ''জেন" স্টাইলের সূচনা। রুম স্বল্পতায় থাকলে, আপনি সহজেই এভাবে সাজাতে পারেন আপনার বসার ঘরটি!

৮. জানালার কাছায় আসন :

আপনি যদি ক্লাসিক সোফার বিকল্প খুঁজে থাকেন তবে নিশ্চিতভাবেই বলা যায় আপনি বসার ঘরে জায়গা স্বল্পতায় রয়েছেন! জানালার কাছ ঘেঁষে পাতা আসন দিবে আপনার এ সমস্যার মুক্তি।

৯. কাঠের তক্তার সোফা :

আপনি যদি নিজের কাজ নিজেই করাতে বিশ্বাসী হউন তবে কাঠের তক্তার সোফা আপনার জন্য উপযুক্ত বিকল্প! শুধুমাত্র কিছু পুরনো কাঠের তক্তা এবং মাট্রেসের সাহায্যে নিমিষেই তৈরি করতে পারেন কাঠের তক্তার সোফা! অতিথিদের শোয়ার জায়গা হিসেবেও এটি ব্যবহার করতে পারেন।

তথ্যসূত্র :

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.