{ads}

এখন টাইলস নিয়ে বেশ কিছু কথা বলবো

এখন টাইলস নিয়ে বেশ কিছু কথা বলবো

আজ আমরা টাইলস নিয়ে কিছু কথা বলবো সিভিল কাজে টাইলস একটা ফিনিশিং আইটেম। আমরা এখন অনেক প্রকার টাইলস ব্যবহার করে থাকি যেমন:-
১। ফ্লোর ও ওয়াল টাইলস
২। রাস্টিক টাইলস
৩। পেভম্যান্ট টাইলস
৫। সিরামিক্স টাইলস
৪। সিটি-৫ টাইলস বা বির্ক

বিভিন্ন সাইজের টাইলস বাজারে পাওয়া যাই ফ্লোর
১২"x১২, ১৬"x১৬", ২০"x২০"
২৪"x২৪",৩২"x৩২",২৪"x৪৮" ইত্যাদি
ওয়াল ৮"x১২", ১০"x১৩", ১০"x১৬", ১২"x১৮",
১২"x২০", ১২"x২৪", ১২"x৪৮" এছাড়া চায়না অনেক প্রকার ওয়াল টাইলস পাওয়া যায়। 

টাইলস লাগানোর আগে আমরা যে সকল বিষয় চেক করিঃ
১। স্যানিটারী লাইন ঠিক মত করা হয়েছে কিনা, পেসার চেক করা হয়েছে কিনা।

২। ইলেকট্রিক লাইন ঠিক মত করা হয়েছে কিনা,

৩। বাথ রুমের ফ্লোর করার সময় পানি স্লোপ ওয়াস্ট ওয়াটার লাইন বরাবর করতে হবে।

৪। টাইলস কানির জয়েন্ট + মত হচ্ছে কিনা দেখতে হবে।
৫। জেনারেল ফ্লোর লাগানোর আগে ফ্লোর ভাল ভাবে চিপিং করে পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার হয়ে গেলে সিমেন্ট ঘোলা দিতে হবে।

৬। জেনারেল ফ্লোর লাগানোর আগে ডিস টেলিফোন তার ০.৫০" পিভিসি পাইপের ভিতর দিয়ে দিতে হয়।

৭। ইস্কাটিং ওয়াল ফিলাশ করতে হলে আগে ওয়াল কাটতে হয়।

৮। ইস্কাটিং ওয়াল ফিলাশ হলে ইস্কাটিং এর উপরে গুরুপ দিতে হয়।

৯। বাথ রুমের ওয়াল টাইলস লাগানোর সময় নীচের টাইলস টি বাথ রুমের ফ্লোর টাইলসের উপরে লাগাতে হয়

১০। বাথ রুমের ওয়ালে বর্ডার দিলে বর্ডার টা বেসিনের উপর আর গ্লাস সেল্ফ এর নীচ দিয়ে দিতে হয়, যেন বাথ রুমে ঢুকলে বর্ডারটি সম্পুন্ন দেখা যায় ।

১১। বাথ রুমের ওয়ালে ডেকর দিলে চার ওয়ালে চার দিতে পারেন, এটা সবার মন মত করে থাকে।

১২। ইত্যাদি এছাড়া বাস্তবে কাজ করার সময় অনেক কিছু দেখে নিতে হয়। এবার টাইলসের হিসাব আমরা সাধারনত নীচে উল্লেখিত এই ভাবে হিসাব করি। 


  • সিড়ির ট্রেড
  • সিড়ির রাইযার
  • ল্যান্ডিং ইস্কাটিং 
  • লোবি লিফ্ট 
  • ফন্ট টাইলস
  • বাথ রুম ওয়াল
  • বাথ রুম ফ্লোর
  • রান্না ঘর ওয়াল
  • রান্না ঘর ফ্লোর
  • জেনারেল ফ্লোর

ইস্কাটিং ৪" বা ৬" 
এবার টাইলসের মসলা ওয়ালে আমরা ১" পুরুত্ব মসলা ধরে থাকি ওয়ালে মসলার অনুপাত (১:২)
ফ্লোরে আমরা ১.৫" পুরুত্ব মসলা ধরে থাকি ফ্লোরে মসলার অনুপাত (১:৩)

*১৫০০ বর্গফুট ওয়াল টাইলসের মালামাল বের করবো

প্লাষ্টারের ভেজা মসলার পরিমান
= ১৫০০x(১"÷১২)
= ১২৫ ঘনফুট
শুকনা মসলার পরিমান = ১২৫x১.৫
= ১৮৭.৫০
অনুপাতের যোগফল = (১+২)=৩
মালামাল
সিমেন্ট = (১৮৭.৫০x১÷৩)x০.৮
= ৫০.০০ ব্যাগ
বালি = (১৮৭.৫০x২÷৩)
= ১২৫.০০ ঘনফুট
ওয়াল টাইলসে আমরা ১০% ওয়েজস্টেজ ধরি
তাহলে টাইলসের পরিমান
= ১৫০০x১.১০
= ১৬৫০ বর্গফুট
২৫০০ বর্গফুট ফ্লোর টাইলসের মালামাল
বের করবো
প্লাষ্টারের ভেজা মসলার পরিমান
= ২৫০০x(১.৫"÷১২)
= ৩১২.৫০ ঘনফুট
শুকনা মসলার পরিমান = ৩১২.৫০x১.৫
= ৪৬৮.৭৫
অনুপাতের যোগফল = (১+৩)=৪
মালামাল
সিমেন্ট = (৪৬৮.৭৫x১÷৪)x০.৮
= ৯৩.৭৫ ব্যাগ
বালি = (৪৬৮.৭৫x৩÷৪)
= ৩৫১.৫৬ ঘনফুট
ফ্লোর টাইলসে আমরা ৮% ওয়েজস্টেজ ধরি
তাহলে টাইলসের পরিমান
= ২৫০০x১.০৮
= ২৭০০ বর্গফুট

এবার টাইলসের পয়েন্টিং
পয়েন্টিং হল টাইলসের জয়েন্ট ফিলাপ করা ও দুই টাইলস কে জোড়া দেওয়া। কিভাবে করতে হয় টাইলস লাগানো শেষ হওয়ার পর কিউরিং করার পর জয়েন্ট ভালভাবে পরিষ্কার করে সাদা সিমেন্ট ও টাইলস কালার রং দিয়ে করা হয়। সাদা সিমেন্ট ছাড়া আরও পয়েন্টিং মালামাল বাজারে কিনতে পাওয়া যায়। ওটা দিয়েও করা হয়।


পয়েন্টিং মালামাল

একজনের প্রশ্ন ছিল ১২০০ বর্গফুট জায়গায় ১২"x১২" সাইজের কত পিচ টাইলস লাগবে?

উত্তরঃ ১২০০ বর্গফুট জায়গায় টাইলস লাগাতে হবে তাহলে ৮% ওয়েস্টেজ সহ মোট পরিমান ১২৯৬
বর্গফুটটাইলসের সাইজ ১২"x১২" হলে একটি টাইলসের এরিয়া
(১২"x১২")÷১৪৪ = ১ বর্গফুট
তাই টাইলসের সংখ্যা= ১২৯৬÷১= ১২৯৬ পিচ.টাইলস

সিভিল কাজে টাইলস একটা ফিনিশিং আইটেম।
আমরা এখন অনেক প্রকার টাইলস ব্যবহার করে থাকি
যেমন:-১। ফ্লোর ও ওয়াল টাইলস
২। রাস্টিক টাইলস
৩। পেভম্যান্ট টাইলস
৫। সিরামিক্স টাইলস
৪। সিটি-৫ টাইলস বা বির্কবিভিন্ন সাইজের টাইলস বাজারে পাওয়া যাই ফ্লোর ১২"x১২, ১৬"x১৬", ২০"x২০"২৪"x২৪",
৩২"x৩২",২৪"x৪৮" ইত্যাদি
ওয়াল ৮"x১২", ১০"x১৩", ১০"x১৬", ১২"x১৮", ১২"x২০", ১২"x২৪", ১২"x৪৮"
এছাড়া চায়না অনেক প্রকার ওয়াল টাইলস পাওয়া যায়।টাইলস লাগানোর আগে আমরা যে সকলবিষয় চেক করি
১। স্যানিটারী লাইন ঠিক মত করা হয়েছে কিনা, পেসার চেক করা হয়েছে কিনা।
২। ইলেকট্রিক লাইন ঠিক মত করা হয়েছে কিনা,৩। বাথ রুমের ফ্লোর করার সময় পানি স্লোপ ওয়াস্ট ওয়াটার লাইন বরাবর করতে হবে।
৪। টাইলস কানির জয়েন্ট + মত হচ্ছে কিনা দেখতে হবে।
৫। জেনারেল ফ্লোর লাগানোর আগে ফ্লোর ভাল ভাবে চিপিং করে পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার হয়ে গেলে সিমেন্ট ঘোলা দিতে হবে।
৬। জেনারেল ফ্লোর লাগানোর আগে ডিস টেলিফোন তার ০.৫০" পিভিসি পাইপেরভিতর দিয়ে দিতে হয়।৭। ইস্কাটিং ওয়াল ফিলাশ করতে হলে আগে ওয়াল কাটতে হয়।
৮। ইস্কাটিং ওয়াল ফিলাশ হলে ইস্কাটিং এর উপরে গুরুপ দিতে হয়।
৯। বাথ রুমের ওয়াল টাইলস লাগানোর সময় নীচের টাইলস টি বাথ রুমের ফ্লোর টাইলসের উপরে লাগাতে হয়
১০। বাথ রুমের ওয়ালে বর্ডার দিলে বর্ডার টা বেসিনের উপর আর গ্লাস সেল্ফ এর নীচ দিয়ে দিতে হয়, যেন বাথ রুমে ঢুকলে বর্ডারটি সম্পুন্ন দেখা যায়
১১। বাথ রুমের ওয়ালে ডেকর দিলে চার ওয়ালে চার দিতে পারেন, এটা সবার মন মত করে থাকে।
১২। ইত্যাদি এছাড়া বাস্তবে কাজ করার সময় অনেক কিছু দেখে নিতে হয়।এবার টাইলসের হিসাবআমরা সাধারনত নীচে উল্লেখিত এই ভাবে হিসাব করি।
সিড়ির ট্রেডসিড়ির রাইযারল্যান্ডিং
ইস্কাটিংলোবিলিফ্ট ফন্ট টাইলসবাথ রুম ওয়ালবাথ রুম ফ্লোররান্না ঘর ওয়ালরান্না ঘর ফ্লোরজেনারেল ফ্লোরইস্কাটিং ৪" বা ৬"এবার টাইলসের মসলাওয়ালে আমরা ১" পুরুত্ব মসলা ধরে থাকিওয়ালে মসলার অনুপাত (১:২)ফ্লোরে আমরা ১.৫" পুরুত্ব মসলা ধরে থাকিফ্লোরে মসলার অনুপাত (১:৩)১৫০০ বর্গফুট
ওয়াল টাইলসের মালামালবের করবোপ্লাষ্টারের
ভেজা মসলার পরিমান= ১৫০০x(১"÷১২)=
ঘনফুটশুকনা মসলার পরিমান = ১২৫x১.৫= ১৮৭.৫০অনুপাতের যোগফল = (১+২)=৩মালামালসিমেন্ট = (১৮৭.৫০x১÷৩)x০.৮= ৫০.০০ ব্যাগবালি = (১৮৭.৫০x২÷৩)= ১২৫.০০
ঘনফুটওয়াল টাইলসে আমরা ১০% ওয়েজস্টেজ ধরি
তাহলে টাইলসের পরিমান= ১৫০০x১.১০= ১৬৫০ বর্গফুট
২৫০০ বর্গফুট ফ্লোর টাইলসের মালামালবের করবোপ্লাষ্টারের ভেজা মসলার পরিমান=
২৫০০x(১.৫"÷১২)= ৩১২.৫০
ঘনফুটশুকনা মসলার পরিমান = ৩১২.৫০x১.৫= ৪৬৮.৭৫অনুপাতের যোগফল = (১+৩)=৪মালামালসিমেন্ট = (৪৬৮.৭৫x১÷৪)x০.৮= ৯৩.৭৫ ব্যাগবালি = (৪৬৮.৭৫x৩÷৪)= ৩৫১.৫৬
ঘনফুটফ্লোর টাইলসে আমরা ৮% ওয়েজস্টেজ ধরিতাহলে টাইলসের পরিমান= ২৫০০x১.০৮= ২৭০০ বর্গফুটএবার টাইলসের পয়েন্টিংপয়েন্টিং হল টাইলসের জয়েন্ট ফিলাপ করা ও দুই টাইলস কে জোড়া দেওয়া।কিভাবে করতে হয়টাইলস লাগানো শেষ আজ আমরা টাইলস নিয়ে কিছু কথা বলবোসিভিল কাজে টাইলস একটা ফিনিশিং আইটেম।আমরা এখন অনেক প্রকার টাইলস ব্যবহার করে থাকি যেমন:-১। ফ্লোর ও ওয়াল টাইলস২। রাস্টিক টাইলস৩। পেভম্যান্ট টাইলস৫। সিরামিক্স টাইলস৪। সিটি-৫ টাইলস বা বির্কবিভিন্ন সাইজের টাইলস বাজারে পাওয়া যাই ফ্লোর ১২"x১২, ১৬"x১৬", ২০"x২০"২৪"x২৪",৩২"x৩২",২৪"x৪৮" ইত্যাদিওয়াল ৮"x১২", ১০"x১৩", ১০"x১৬", ১২"x১৮", ১২"x২০", ১২"x২৪", ১২"x৪৮" এছাড়া চায়না অনেক প্রকার ওয়াল টাইলস পাওয়া যায়।টাইলস লাগানোর আগে আমরা যে সকলবিষয় চেক করি

১। স্যানিটারী লাইন ঠিক মত করা হয়েছে কিনা, পেসার চেক করা হয়েছে কিনা।

২। ইলেকট্রিক লাইন ঠিক মত করা হয়েছে কিনা,

৩। বাথ রুমের ফ্লোর করার সময় পানি স্লোপ ওয়াস্ট ওয়াটার লাইন বরাবর করতে হবে।

৪। টাইলস কানির জয়েন্ট + মত হচ্ছে কিনা দেখতে হবে।

৫। জেনারেল ফ্লোর লাগানোর আগে ফ্লোর ভাল ভাবে চিপিং করে পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার হয়ে গেলে সিমেন্ট ঘোলা দিতে হবে।

৬। জেনারেল ফ্লোর লাগানোর আগে ডিস টেলিফোন তার ০.৫০" পিভিসি পাইপেরভিতর দিয়ে দিতে হয়।

৭। ইস্কাটিং ওয়াল ফিলাশ করতে হলে আগে ওয়াল কাটতে হয়।

৮। ইস্কাটিং ওয়াল ফিলাশ হলে ইস্কাটিং এর উপরে গুরুপ দিতে হয়।

৯। বাথ রুমের ওয়াল টাইলস লাগানোর সময় নীচের টাইলস টি বাথ রুমের ফ্লোর টাইলসের উপরে লাগাতে হয়

১০। বাথ রুমের ওয়ালে বর্ডার দিলে বর্ডার টা বেসিনের উপর আর গ্লাস সেল্ফ এর নীচ দিয়ে দিতে হয়, যেন বাথ রুমে ঢুকলে বর্ডারটি সম্পুন্ন দেখা যায়

১১। বাথ রুমের ওয়ালে ডেকর দিলে চার ওয়ালে চার দিতে পারেন, এটা সবার মন মত করে থাকে।

১২। ইত্যাদি এছাড়া বাস্তবে কাজ করার সময় অনেক কিছু দেখে নিতে হয়।


এবার টাইলসের হিসাব:

আমরা সাধারনত নীচে উল্লেখিত এই ভাবে হিসাব করি।সিড়ির ট্রেডসিড়ির রাইযারল্যান্ডিং
ইস্কাটিংলোবিলিফ্ট ফন্ট টাইলসবাথ রুম ওয়ালবাথ রুম ফ্লোররান্না ঘর ওয়ালরান্না ঘর ফ্লোরজেনারেল ফ্লোরইস্কাটিং ৪" বা ৬"এবার টাইলসের মসলাওয়ালে আমরা ১" পুরুত্ব মসলা ধরে থাকি
ওয়ালে মসলার অনুপাত (১:২)ফ্লোরে আমরা ১.৫"
পুরুত্ব মসলা ধরে থাকিফ্লোরে মসলার অনুপাত (১:৩)১৫০০ বর্গফুট ওয়াল টাইলসের মালামালবের করবোপ্লাষ্টারের ভেজা মসলার পরিমান= ১৫০০x(১"÷১২)= ১২৫
ঘনফুটশুকনা মসলার পরিমান = ১২৫x১.৫= ১৮৭.৫০অনুপাতের যোগফল = (১+২)=৩মালামালসিমেন্ট = (১৮৭.৫০x১÷৩)x০.৮= ৫০.০০ ব্যাগবালি = (১৮৭.৫০x২÷৩)= ১২৫.০০ ঘনফুটওয়াল টাইলসে আমরা ১০% ওয়েজস্টেজ ধরিতাহলে টাইলসের পরিমান= ১৫০০x১.১০= ১৬৫০ বর্গফুট২৫০০ বর্গফুট ফ্লোর টাইলসের মালামালবের করবোপ্লাষ্টারের ভেজা মসলার পরিমান= ২৫০০x(১.৫"÷১২)= ৩১২.৫০ ঘনফুটশুকনা মসলার পরিমান = ৩১২.৫০x১.৫= ৪৬৮.৭৫অনুপাতের যোগফল = (১+৩)=৪মালামালসিমেন্ট = (৪৬৮.৭৫x১÷৪)x০.৮= ৯৩.৭৫ ব্যাগবালি = (৪৬৮.৭৫x৩÷৪)= ৩৫১.৫৬
ঘনফুটফ্লোর টাইলসে আমরা ৮% ওয়েজস্টেজ ধরিতাহলে টাইলসের পরিমান= ২৫০০x১.০৮= ২৭০০ বর্গফুটএবার টাইলসের পয়েন্টিংপয়েন্টিং হল টাইলসের জয়েন্ট ফিলাপ করা ও দুই টাইলস কে জোড়া দেওয়া।কিভাবে করতে হয়টাইলস লাগানো শেষ হওয়ার পর কিউরিং করার পর জয়েন্ট ভালভাবে পরিষ্কার করে সাদা সিমেন্ট ও টাইলস কালার রং দিয়ে করা হয়।সাদা সিমেন্ট ছাড়া আরও পয়েন্টিং মালামাল বাজারে কিনতে পাওয়া যায়।
ওটা দিয়ে ও করা হয়।
হওয়ার পর কিউরিং করার পর জয়েন্ট ভালভাবে পরিষ্কার করে সাদা সিমেন্ট ও টাইলস কালার রং দিয়ে করা হয়।সাদা সিমেন্ট ছাড়া আরও পয়েন্টিং মালামাল বাজারে কিনতে পাওয়া যায়___________________________________\\\\\^^______আমরা মনে করি ১০০ বর্গফুট জায়গায় টাইলস লাগাতে হবে
তাহলে ৮% ওয়েস্টেজ সহ মোট পরিমান ১০৮ বর্গফুট
টাইলসের সাইজ ১২"x১২" হলে একটি টাইলসের এরিয়া (১২"x১২")÷১৪৪ = ১ বর্গফুট
তাই টাইলসের সংখ্যা
= ১০৮÷১
= ১০৮ পিচ
টাইলসের সাইজ ১৬"x১৬" হলে
একটি টাইলসের এরিয়া
= (১৬"x১৬")÷১৪৪
= ১.৭৭৭৮ বর্গফুট
তাই টাইলসের সংখ্যা
= ১০৮÷১.৭৭৭৮
= ৬০.৭৫ পিচ
~ ৬১ পিচ
টাইলসের সাইজ ২০"x২০" হলে
একটি টাইলসের এরিয়া
= (২০"x২০")÷১৪৪
= ২.৭৭৭৮ বর্গফুট
তাই টাইলসের সংখ্যা
= ১০৮÷২.৭৭৭৮
= ৩৮.৮৮ পিচ
~ ৩৯ পিচ

টাইলসের সংখ্যা বের করার নিয়ম:
 টাইলস এর সংখ্যা বের করতে হলে আগে টাইলসের সাইজ জানতে হবে বর্তমান বাজারে অনেক রকম সাইজের টাইলস পাওয়া যাই সুত্র জানা থাকলে সকল সাইজের টাইলস এর সংখ্যা বের করতে পাবেন। আমরা মনে করি ১০০ বর্গফুট জায়গায় টাইলস লাগাতে হবে তাহলে ৮% ওয়েস্টেজ সহ মোট পরিমান ১০৮ বর্গফুট টাইলসের সাইজ ১২"x১২" হলে একটি টাইলসের এরিয়া (১২"x১২")÷১৪৪ = ১ বর্গফুট তাই টাইলসের সংখ্যা = ১০৮÷১ = ১০৮ পিচ টাইলসের সাইজ ১৬"x১৬" হলে একটি টাইলসের এরিয়া = (১৬"x১৬")÷১৪৪ = ১.৭৭৭৮ বর্গফুট তাই টাইলসের সংখ্যা = ১০৮÷১.৭৭৭৮ = ৬০.৭৫ পিচ ~ ৬১ পিচ টাইলসের সাইজ ২০"x২০" হলে একটি টাইলসের এরিয়া = (২০"x২০")÷১৪৪ = ২.৭৭৭৮ বর্গফুট তাই টাইলসের সংখ্যা = ১০৮÷২.৭৭৭৮ = ৩৮.৮৮ পিচ ~ ৩৯ পিচ

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. কিভাবে কাজের টাকার হিসাব তৈরী করা হয়

    উত্তরমুছুন
  2. টাইলস এর মাপ কিভাবে নিবো??? দেওয়াল ও মেঝের মাপ কিভাবে নিবে??

    উত্তরমুছুন

If you have any doubt , let me know.