{ads}

আজ আমরা লে-আউট সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো

লে-আউট সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার


আজ আমরা রাজাউকের FAR বিষয়ে ধারনা নিবো:-
রাজাউক থেকে যে FAR হিসাবের বই আছে তা থেকে আমরা যা শিখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি
প্রথমে রাজাউকের FAR হিসাবে জমির পরিমান, সামনে রাস্তার প্রস্থ সর্বোচ্চ জমি ব্যবহার
যেমন,

কাঠা রাস্তা FAR MGC
২ ২০'-০" ৩.১৫ ৬৭.৬০%
২~৩ ২০'-০' ৩.৩৫ ৬৫%
৩~৪ ২০'-০' ৩.৫০ ৬২.৫০%
৪~৫ ২০'-০" ৩.৫০ ৬২.৫০%
৫~৬ ২০'-০" ৩.৭৫ ৬০.০০%
৬~৭ ২০'-০" ৩.৭৫ ৬০.০০%
৭~৮ ২০'-০" ৪.০০ ৬০.০০%
৮~৯ ২০'-০" ৪.০০ ৫৭.৫০%
৯~১০ ২০'-০" ৪.২৫ ৫৭.৫০%
১০~১২ ৩০'-০" ৪.৫০ ৫৭.৫০%
১২~১৪ ৩০'-০" ৪.৭৫ ৫৫.০০%
১৪~১৬ ৩০'-০" ৫.০০ ৫২.৫০%
১৬~১৮ ৩০'-০" ৫.২৫ ৫২.৫০%
১৮~২০ ৩০'-০" ৫.২৫ ৫০.০০%
২০~ উর্দ্ধে ৪০'-০" ৫.৬০ ৫০.০০%
প্রযোজ্য নহে ৬০'-০" ৬.০০ ৫০.০০%
প্রযোজ্য নহে ৮০'-০" ৬.৫০ ৫০.০০%
তাহলে
জমির পরিমান ৫ কাঠা
সামনে রাস্তা ২০'-০"
= ৫.০০x৭২০x৩.৫০
= ১২৬০০ বর্গফুট
MGC = ৫.০০x৭২০x০.৬২৫
= ২২৫০ বর্গ ফুট
তলা = ১২৬০০÷২২৫০
= ৫.৬০
~ ৬.০০
প্রতিফ্লোর এরিয়া
= ১২৬০০÷৬
= ২১০০ বর্গফুট
বিল্ডিং হবে জি+৬ সাত তলা----------------------------১০০ ঘনফুট ও বর্গফুট কাজ করতে নিম্ন
উল্লেখিত মালামাল সমূহ প্রয়োজন হয়।
১। বালি ভরাট ১০০ ঘনফুট
বালি = ১৩০ ঘনফুট
২। ইটের সোলিং ১০০ বর্গফুট
ইট = ৩০০ পিচ
বালি = ৫ ঘনফুট
৩। হেরিং বন্ড সোলিং ১০০ বর্গফুট
ইট = ৫০০ পিচ
৪। ইটের এজিং ১০০ রানিং ফুট
ইট = ২৫০ পিচ
৫। আর সি সি (১:১.৫:৩) পাথর ১০০%
সিলেট বালি
পাথর = ৮২ ঘনফুট
সিলেট বালি = ৪১ ঘনফুট
সিমেন্ট = ২১ ব্যাগ
৬। আর সি সি (১:১.৫:৩) পাথর ৫০%
সিলেট বালি
পাথর = ৮২ ঘনফুট
সিলেট বালি = ২০.৫০ ঘনফুট
লোকাল বালি = ২০.৫০ ঘনফুট
সিমেন্ট = ২১ ব্যাগ
৭। আর সি সি (১:২:৪) পাথর ৫০% সিলেট
বালি
পাথর = ৮৬ ঘনফুট
সিলেট বালি = ২২.৫০ ঘনফুট
লোকাল বালি = ২২.৫০ ঘনফুট
সিমেন্ট = ১৮ ব্যাগ
৮। আর সি সি (১:১.৫:৩) ইটের খোয়া
৫০% সিলেট বালি
পিকেট = ৮২০ পিচ
সিলেট বালি = ২০.৫০ ঘনফুট
লোকাল বালি = ২০.৫০ ঘনফুট
সিমেন্ট = ২১ ব্যাগ
৯। আর সি সি (১:২:৪) ইটের খোয়া
৫০% সিলেট বালি
পিকেট = ৮৬০ পিচ
সিলেট বালি = ২২.৫০ ঘনফুট
লোকাল বালি = ২২.৫০ ঘনফুট
সিমেন্ট = ১৮ ব্যাগ
১০। আর সি সি (১:২:৪) ইটের খোয়া
১০০% লোকাল বালি
পিকেট = ৮৬০ পিচ
লোকাল বালি = ৪৫.০০ ঘনফুট
সিমেন্ট = ১৮ ব্যাগ
১১। আর সি সি (১:৩:৬) ইটের খোয়া
১০০% লোকাল বালি
পিকেট = ৯০০ পিচ
লোকাল বালি = ৪৫.০০ ঘনফুট
সিমেন্ট = ১২ ব্যাগ
১২। ১০" ইটের গাথুনী (১:৬) ১০০
ঘনফুট
ইট = ১১৫০ পিচ
লোকাল বালি = ৩৬ ঘনফুট
সিমেন্ট = ৪ ব্যাগ
১৩। ৫" ইটের গাথুনী (১:৪) ১০০
বর্গফুট
ইট = ৫০০ পিচ
লোকাল বালি = ১৭ ঘনফুট
সিমেন্ট = ২.৬০ ব্যাগ
১৪। ১২ মিমি প্লাষ্টার (১:৩) ১০০ বর্গফুট
বালি = ৪.৬৯ ঘনফুট
সিমেন্ট = ১.২৫ ব্যাগ
১৫। ১২ মিমি প্লাষ্টার (১:৪) ১০০ বর্গফুট
বালি = ৫.০০ ঘনফুট
সিমেন্ট = ১.০০ ব্যাগ
১৬। ১২ মিমি প্লাষ্টার (১:৫) ১০০ বর্গফুট
বালি = ৫.২১ ঘনফুট
সিমেন্ট = ০.৮৩ ব্যাগ
১৭। ১২ মিমি প্লাষ্টার (১:৬) ১০০ বর্গফুট
বালি = ৫.৩৬ ঘনফুট
সিমেন্ট = ০.৭১ ব্যাগ
১৮। ২০ মিমি প্লাষ্টার (১:৩) ১০০ বর্গফুট
বালি = ৬.২৫ ঘনফুট
সিমেন্ট = ২.৫০ ব্যাগ
১৯। ২০ মিমি প্লাষ্টার (১:৪) ১০০ বর্গফুট
বালি = ৭.৫০ ঘনফুট
সিমেন্ট = ১.৫০ ব্যাগ
২০। ২০ মিমি প্লাষ্টার (১:৫) ১০০ বর্গফুট
বালি = ৭.৮১ ঘনফুট
সিমেন্ট = ১.২৫ ব্যাগ
২১। ২০ মিমি প্লাষ্টার (১:৬) ১০০ বর্গফুট
বালি = ৮.০৪ ঘনফুট
সিমেন্ট = ১.০৭ ব্যাগ
২২। ২৫ মিমি প্লাষ্টার (১:৩) ১০০ বর্গফুট
বালি = ৯.৩৭ ঘনফুট
সিমেন্ট = ২.৫০ ব্যাগ
২৩। ২৫ মিমি প্লাষ্টার (১:৪) ১০০ বর্গফুট
বালি = ১০.০০ ঘনফুট
সিমেন্ট = ১.৬০ ব্যাগ
২৪। ২৫ মিমি প্লাষ্টার (১:৫) ১০০ বর্গফুট
বালি = ১০.৪২ ঘনফুট
সিমেন্ট = ১.৬৭ ব্যাগ
২৫। ২৫ মিমি প্লাষ্টার (১:৬) ১০০ বর্গফুট
বালি = ১০.৭১ ঘনফুট
সিমেন্ট = ১.৪৩ ব্যাগ
২৬। নিট সিমেন্ট ফিনিশিং ১০০ বর্গফুট
সিমেন্ট = ০.৫০ ব্যাগ_
রডের কাজে জোন অনুসারে ল্যাপিং নিম্নে দেওয়া হইল:-
কম্পেশন জোন
কলাম : ৪০ ডি, ডি = রডের ডায়া
শেয়ার ওয়াল : ৪০ ডি
লিফ্ট ওয়াল : ৪০ ডি
টেনশন জোন
বীম : ৬০ ডি
স্ল্যাব : ৬০ ডি
কলামে সাধারন্ত ১৬, ২০, ২২, ২৫, ৩২ মিমি
রড ব্যবহার হয়ে থাকে
তা হলে কলামে ল্যাপিং
১৬ মিমি = ৪০x১৬ = ৬৪০ মিমি ২'-২"
২০ মিমি = ৪০x২০ = ৮০০ মিমি ২'-৮"
২২ মিমি = ৪০x২২ = ৮৮০ মিমি ৩'-০"
২৫ মিমি = ৪০x২৫ = ১০০০ মিমি ৩'-৪"
৩২ মিমি = ৪০x৩২ = ১২৮০ মিমি ৪'-৩"
বীমে সাধারন্ত ১৬, ২০, ২২, ২৫ মিমি রড
ব্যবহার হয়ে থাকে
তা হলে বীমের ল্যাপিং
১৬ মিমি = ৬০x১৬ = ৯৬০ মিমি ৩'-২"
২০ মিমি = ৬০x২০ = ১২০০ মিমি ৪'-০"
২২ মিমি = ৬০x২২ = ১৩২০ মিমি ৪'-৫"
২৫ মিমি = ৬০x২৫ = ১৫০০ মিমি ৫'-০"
স্ল্যাবে সাধারন্ত ১০, ১২, মিমি রড
ব্যবহার হয়ে থাকে
তা হলে স্ল্যাবের ল্যাপিং
১০ মিমি = ৬০x১০ = ৬০০ মিমি ২'-০"
১২ মিমি = ৬০x১২ = ৭২০ মিমি ২'-৫"
তবে বাস্তবে কাজ করার সময় কম
বেশী হতে পারে।________আমরা শিখবো ফ্লাট বার, সলিড বার,
এ্যাংগেল, চ্যানেল এর ওজন কি ভাবে
বের করা যাই
১। সলিড ১/২"x১/২"
আমরা জানি ১ সিএফটি লোহার ওজন ২২২
কেজি
তাই এখানে
লম্বা = ১'-০"
প্রস্থে = ০.৫০"
পুরুত্ব = ০.৫০"
= [{(০.৫০"x০.৫০")÷১৪৪}x১'-০"]x২২২
= ০.৩৮৫ কেজি/ফুট
২। ফ্লাট বার ৩/৪"x৫ এমএম
এখানে
লম্বা = ১'-০"
প্রস্থে = ০.৭৫"
পুরুত্ব = ৫÷২৫ [যেহেতু ২৫এমএম= ১
ইঞ্চি]
= ০.২০"
= [{(০.৭৫"x০.২০")÷১৪৪}x১'-০"]x২২২
= ০.২৩১ কেজি/ফুট
৩। এ্যাংগেল ১.৫"x১.৫"x৫ এমএম
এখানে
লম্বা = ১'-০"
প্রস্থে = ১.৫"+(১.৫"-০.২০")
= ২.৮"
পুরুত্ব = ৫÷২৫ [যেহেতু ২৫এমএম= ১
ইঞ্চি]
= ০.২০"
= [{(২.৮০"x০.২০")÷১৪৪}x১'-০"]x২২২
= ০.৮৬৩ কেজি/ফুট
৪। (১.৫"+২"+১.৫")x৫ এমএম
এখানে
লম্বা = ১'-০"
প্রস্থে = ২"+(১.৫"-০.২০")x২
= ৪.৬০"
পুরুত্ব = ৫÷২৫ [যেহেতু ২৫এমএম= ১
ইঞ্চি]
= ০.২০"
= [{(৪.৬০"x০.২০")÷১৪৪}x১'-০"]x২২২
= ১.৪১৮ কেজি/ফুট_________রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.62 kg/m = 3 suta
12 mm = 0.89 kg/m = 4 suta
16 mm = 1.58 kg/m = 5 suta
20 mm = 2.48 kg/m = 6 suta
22 mm = 2.98 kg/m = 7 suta
25 mm = 3.85 kg/m = 8 suta
উপরে যে কনভার্ট সিস্টেম
দেয়া হয়েছে, এর
প্রতিটি যদি আপনার
জানা থাকে তাহলে বাস্তবে কাজ
করা আপনার জন্য অনেক সহজ
হয়ে যাবে। যেমন,
ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের
আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m
এ। আবার বাংলাদেশে সাধারন
লেবারদের সাথে কাজ করার সময় এই
হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও
নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet - 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা হয় , ,
, ,
এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 /
532) যেকোনো ডায়া রডের এক ফিটের
ওজন বাহির হবে . এখানে অবশ্যই রডের
ডায়া মিলি মিটারে উল্লেখ করতে
হবে , , , , , এছাড়াও মিটারেও নির্নয়
করা যাবে , মিটারে ওজন বের করতে
হলে ( mm^2/162.2 )---------------++++------১০" ওয়াল গাথুনীতে প্রতি ০১' (স্কয়ার ফিট)
গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫" ওয়াল গাথুনীতে প্রতি ০১' (স্কয়ার ফিট)
গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে
০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া
যায়।
নিচের ছলিং এ প্রতি ০১' (স্কয়ার ফিট) এর
জন্য ০৩ টি ইট লাগে।
পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া
হয়।
সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক
দিয়ে।
কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি
তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০" ÷ ১২
= ০.৮৩৩)
এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব
এসএফটি তে করতে হয়।
* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০
কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে
সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট
দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে
সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে =
০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২"*৪
১/২"*২ ৩/৪")
মসলাসহ = (১০"*৫"৩")
10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)
Convert
1" = 25.4 mm
1" = 2.54 cm
39.37" = 1 m
12" = 1' Fit
3' = 1 Yard (গজ)
1 Yard = 36"
72 Fit = 1 bandil.
রডের হিসাব
1" = 8 sut (সুত)
1/2" = 4 sut (সুত)
1/4 = 2 sut (সুত)
1/8 = 1 sut (সুত)
.125"
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০
কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮
কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬
কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২
কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮
কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭
কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭
কেজি।
খোয়ার হিসাব
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫" গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট
লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০" গাথুনীতে ১:৫ অনুপাতে
সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।
ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭
ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট
০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Ami apnar dar numberta dor please taka dayar hoils ami bido

    উত্তরমুছুন
  2. Contact numberta dila amr jonno vslo hoito tai bistari jani nitam taka hoi holavtajs

    উত্তরমুছুন
  3. Ara sir amr misteri amka hisab dicha but 1tola Foundationar gor tulta koto tuku mal lagba sata ami janta chice amisad dibo ar4room korbo badrum akta attacj thkba ar akta alada thakba majkhana goli hoba ami short kolom pojonto 4 suta rod diya korchi akhon baki ta 4 suta 5suta 2.5diya korta chi mistiri ja bolcha taie nichi great vim ar pilar pojoon to to akhon mot koto tuku mal lagba ami sata jan ta chi

    উত্তরমুছুন

If you have any doubt , let me know.