{ads}

মেইন রডের জন্য ক্লিয়ার কভার কত ? Clear Cover for Main Rod

ক্লিয়ার কভার মেইন রডের

আরসিসি ঢালাইয়ের ক্ষেত্রে রডের ক্লিয়ার কভার খুব গুরুত্বপূর্ণ। ক্লিয়ার কভার হল মূল ঢালাই থেকে রড কত ভেতরে থাকবে তার পরিমাপ।


১.ফুটিং:৫০ মি মি
২.র্যা ফট ফাউন্ডেশন.(টপ):৫০ মি মি
৩.র্যা ফট ফাউন্ডেশন.(বটম/সাইড):৭৫ মি মি
৪.স্ট্রাপ বিম:৫০ মি মি
৫.গ্রেড স্লাব:২০ মি মি
৬.কলাম:৪০ মি মি
৭.শিয়ার ওয়াল:২৫ মি মি
৮.বিম:২৫ মি মি
৯.স্লাব:১৫ মি মি
১০.ফ্লাট স্লাব:২০ মি মি
১১.স্টেয়ার কেস:১৫ মি মি
১২.রিটেইনিং ওয়াল:২০/২৫ মি মি অন
আর্থ
১৩.ওয়াটার রিটেইনিং স্ট্রাকচার:২০/৩০
মি মি
১৪.কাস্ট ইন সিটু পাইল :৪৫০/৫০০ ডায়া
মি,৫০ মি মি,৬০০ মি মি ইঞ্চিকে ফুট এ নেওয়ার পদ্ধতি নিম্নরুপ।
১"=.০৮
২"=.১৭
৩"=.২৫
৪"=.৩৩
৫"=.৪২
৬"=.৫০
৭"=.৫৮
৮"=.৬৭
৯"=.৭৫
১০"=.৮৩
১১"=.৯২
১২"=১
উদাহরণ :১২'-৪"গুন ৮'-৯"
=১২.৩৩গুন ৮.৭৫
=১০৭.৮৮
যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

If you have any doubt , let me know.