.
আর.সি.সি-------------------------------(১:২:৪)
.
পানি প্রতিরোধী স্থাপনাতে--------------(১:১.৫:
৩)
.
প্রিষ্ট্রেস কংক্রিট কাজে------------------(১:১:২)
.
ড্যাম্প প্রুফ কোর্স-----------------------(১
:১.৫:৩)
.
গ্রাউন্ড ফ্লোর কংক্রিট ------------------(১:৩:৬)
.
১-১.৫ ইঞ্চি পেটেন্ট স্টোন -------------(১
:২:৪)
.
১ ইঞ্চি মোজাইক বেস -----------------(১:২:৪)
.
সেপটিক ট্যাংকের কংক্রিট -----------(১:২:৪)
.
সেপটিক ট্যাংকের ছাদ ----------------(১:২:৪)
.
স্যানেটারি পাইপ কংক্রিট -------------(১:৩:৬)
.
গ্রিলের ফ্রেম আটকানোর মসলা -----(১:২:৪)
.
দরজা-জানারার ফ্রেম আটকানোর মসলা --(১:২:৪
- বিভিন্ন কাজের জন্য মালা মালের সঠিক অনুপাত সম্পর্কে
১. পাইলের কাজের 1:1.5:3 অনুপাতে ঢালাই করা হয়।
৩.টাইলসের কাজে মসলার অনুপাত ফ্লোর টাইলস 1:4 এবং ওয়াল টাইলসে 1:3
৪.ইটের গাথুনির কাজে 1:5 অনুপাতে মসলা মিক্স করা হয়।
৫. প্লাস্টার এর কাজে মসলার অনুপাত. দেওয়ালে 1:4 সিলিংএ বা আরসিসি তলের জন্য 1:3
৬.ছাদে চুনঃসুরকিঃখোয়ার অনুপাত 2:2:7
৭.প্যাটেন্ট স্টোন এর কাজে 1:2:4
If you have any doubt , let me know.