{ads}

বীম কি,বীমের প্রকারভেদ এবং আরোপিত লোড সমুহ What are beams, types of beams and imposed loads

বীম কি,বীমের প্রকারভেদ

Beam: বীম এক প্রকার অনুভূমিক কাঠামো যা এক বা একাধিক সাপোর্ট যেমন- পিলার,কলাম, দেওয়াল ইত্যাদির উপর অবস্থান করে এর উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তরিত করে।বীম কাঠ,ইস্পাত,ঢালাই,লোহা,আর.সি.সি. ইত্যাদির তৈরি হতে পারে।



Classification: #সাপোর্টের ধরন অনুযায়ী বীম পাচ প্রকার।যথা-
১. সাধারণভাবে স্থাপিত বীম (Simple or Simply Supported Beam)
২. ক্যান্টিলিভার বীম (Cantilever Beam)
৩. ঝুলন্ত বীম (Over Hanging Beam)
৪. আবদ্ধ বীম (Fixed or Built-in-Beam)
৫. অবিচ্ছিন্ন বীম (Continuous Beam)

প্রতিক্রিয়া বল নির্ণয় পদ্ধতি অনুসারে দুই প্রকার।যথা-

১. স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বীম. (Statically Determined Beam)
২. স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বীম (Statically Indetermined Bemm)
Beam এ আরপিত Load: সকল ধরনের Beam এ তিন ধরনের Load কাজ করে।যথা-
১. কেন্দ্রীভূত বা বিন্দু লোড (Concentrated or Point Load)
২. সমভাবে বিস্তৃত লোড (Uniformly Distributed Load)
৩. অসমভাবে বিস্তৃত লোড (Non-Uniformaly Distributed Load) বা সমভাবে পরিবর্তিত লোড (Uniformly Varyting Load) বা ত্রিভুজাকৃতিতে বর্ধিত লোড

একটি মন্তব্য পোস্ট করুন

9 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. উত্তরগুলি
    1. কনসিল বীম বলে কিছু নাই, আপনি ফ্ল্যাট স্ল্যাব ব্যবহার করতে পারেন।

      মুছুন
    2. ফ্ল্যাট স্ল্যাব ব্যবহার করা কতটা নিরাপদ??

      মুছুন
  2. স্যার ১০২৪স্কয়ার ফিট(৩২*৩২) বাড়ির জন্য কতটা পিলার বা বিম দরকার হবে? এটি গ্রামে করার জন্য, কোনো ফাউন্ডেশন দিতে চাইছি না, শুধু মাত্র একতালর ছাদ করতে চাই। একটু জানালে উপকৃত হবো। ধন্যবাদ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ৯ টি পিলার ও ৯ টি বিম দরকার হবে ।ইটের ফাউন্ডেশন দিলেই চলবে ।

      মুছুন
  3. একটি কন্টিনিউস বীমের মাঝখানে কলাম থাকলে বীমের মাঝখানে লোড দিলে কলামে মোমেন্ট কি হবে?

    উত্তরমুছুন
  4. কোনটি ইনডিটারমিনেট বীম..??
    ক্যান্টিলিভার বীম, ঝুলন্ত বীম, আবদ্ধ বীম, সাধারণ ভাবে স্থাপিত বীম......

    উত্তরমুছুন

If you have any doubt , let me know.