{ads}

তারের RM বলতে কি বুঝি এবং ৩/২২ তার সমান কত RM

তারের সাইজ ৩/২২ থেকে RM-এ নেওয়ার পদ্ধতি কি?



তারের সাইজ যদি ৩/২২ হয় তার মানে এর মধ্যে তিনটি খেই আছে এবং এর প্রত্যেকটি খেই এর গেজ নাম্বার হল ২২। ২২ গেজ এর তারের মিলিমিটারে হয় ০.৭৩৭ মিমি. এবং ইঞ্চিতে হয় ০.০২৯ ইঞ্চি। আর এটা হল ডায়ামিটার তারের ক্ষেত্রফলের
সুত্র 3.1416 D^2/4. এখানে 3.1416 পাই,
D-ডায়ামিটার।
একটি খেইয়ের ক্ষেত্রফল ৩.১৪১৬X(০.৭৩৭)^
2/4=0.৪২৬৬ বর্গমিমি। তিনটি খেইয়ের
ক্ষেত্রফল ৩X০.৪২৬৬=১.২৭৯ বা ১.৩
বর্গমিমি। কিন্তু তারের গায়ে ১.৩ RM লেখা থাকে। এখানে RM মানে একক না। এটা তারের ধরন, এর মানে Rounded Multistrand তার। একের অধিক গোলাকার খেই দিয়া তৈরি। যেখানে RM লেখা থাকে তার মানে mm2.

তারের খেই সংখ্যা ও SWG, Inch and MM value দেওয়া হলঃ
Gage>inch>mm
1. 1/18>1/.044>1/1.12
2. 3/22>3/0.029>3/0.74
3. 3/20>3/0.036>3/0.91
4. 7/22>7/0.029>7/0.74
5. 7/20>7/0.036>7/0.91
6. 7/18>7/0.044>7/0.1.12
7. 7/17>7/0.052>7/0.1.32
8. 7/16>7/0.064>7/0.1.63

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.