{ads}

ঢেউটিনের দাম কত ২০২৪-Tin price update 2024

ঢেউটিনের দাম কত ২০২৪

এক বান টিনের দাম বিভিন্ন রকমের হয়ে থাকে। টিনের দাম মিলিমিটার এর উপর নির্ভর করে।প্রতিবাদের দাম নিচে দেওয়া হল

১৬ mm: ২৬০০ টাকা
০.১৯ mm: ৩১০০ টাকা
০.২২ mm: ৩৬০০ টাকা
০.৪২ mm: ৬০০০ টাকা
০.৩২ mm: ৪৫০০ টাকা

১ বান টিনের দাম কত | টিনের হিসাব

তবে এটা ফিক্সট দাম নয়। দোকান হিসেবে দাম কমা ভাড়া করতে পারে। এবং সময়ের সাথে সাথে দাম উঠা-নামা করতে পারে। সব সময় দাম একই রকম থাকে না। পতি ফিটে সিমেন্টের টিনের দাম 60 থেকে 70 টাকা হয়ে থাকে।

আরো পড়ুন: 

টিনের হিসাবঃ

আপনি দোকানে টিন কিনতে গেলে আপনাকে 72 ফিট হিসেবে কিনতে হবে। তাই চলুন দেখে নেয়া যাক টিনের হিসাব। এখন আপনি যদি 8 ফুট টিন নেন তবে পাবেন এক বান = (৭২/৮) = ৯ টা টিন।

৯ ভোটের জন্য ১ বান টিন = (৭২/৯) = ৮ টা টিন।

১২ ভোটের জন্য ১ বান টিন = (৭২/১২) = ৬ টা টিন।

এক বান ১০ ফুটের জন্য = ৭ টা টিন।
তবে দামটা নির্ভর করে টিনের জিংক বা দস্তার কোটিং এর উপর, পুরুত্বের উপর, প্রশস্ততার উপর + ব্র্যান্ডের উপর। আমাদের দেশে php horse, আবুল খায়ের গরু মার্কা, মোরগ মার্কা টিন বেশি চলে। মোটামুটি এই ব্যান্ডগুলো বেশি চলে।

এখন আসি দামের বিষয়ে। এক দোকানে এক এক দাম হয়ে থাকে।.০.৩৮m.m. পুরুত্বের ১ বান টিনের দাম হয়ে থাকে 5000 টাকা প্লাস। যদি পুরুত্বে ০.৩৮ m.m. হয় দামটা আরকটু বেশি হবে। ০.২৪ m.m. হলে কম হবে। আশা করি বুঝতে পেরেছেন।

বিস্তারিত জানতে আপনার নিকট স্থানে ডিলারের সাথে যোগাযোগ করুন।

এই পোস্টের সবার নিচে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে সমস্ত বিষয়ে আলোচনা করা আছে আপনারা প্রয়োজনে ওই ভিডিওটি দেখে নিবেন

১ বান টিনের দাম কত | টিনের হিসাব | 1 ban tin price in Bangladesh

ঢেউ টিনের দাম কত | টিনের বর্তমান বাজার মূল্য


বর্তমানে চীনের বাজার হচ্ছে ৬,৭,৮,৯ ফুটর দাম ৩২৭০ টাকা এটি পাইকারি রেটতাদের সুবিধার জন্য কেবলমাত্র তথ্য, বিভিন্ন মডেল এবং প্রতিষ্ঠান আমাদের ভিডিও তৈরি করা। আমরা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খুচরা ও পাইকারী ভিডিও বানিয়ে আপনাদের মাঝে দিয়ে থাকে এবং ব্লগ পোস্টে দিয়ে থাকি। ঢেউটিনের ভিডিও নিচে দেওয়া হয়েছে ভিডিও থেকে আপনারা ভালো করে বুঝতে পারবেন আশা করি। আরো উপরে টিনের দাম দেওয়া তো আছে। আমরা আশা করি যে আপনারা এই পোস্ট থেকে টিনের সমস্ত বিষয় বুঝতে পারবেন ও জানতে পারবেন। মিডিয়াম সাইজের টিন আছে ও মাঝারি সাইজের টিন আছে। এইসব দিন ছাদের উপরে দাম হয়ে থাকে। দোকানে টিনের বিক্রি করা হয় বান হিসেবে। সব টিনের দাম সমান ৩২৭০ টাকা এটি পাইকারি রেট
প্রতিটা দিনের গায়ে নম্বর লেখা আছে এবং কি কোম্পানির নাম দেওয়া আছে এগুলো ভালো করে আপনারা খেয়াল করে নিবেন। টিনের দাম m.m. এর উপর নির্ভর করে। সব ফুটের দাম একই। কিন্তু m.m. এর দাম অনুযায়ী দোকানে বেচাকেনা হয়ে থাকে।
আবার পাশের ওপর ও নির্ভর করে। পাশ যদি বেশি হয় তাহলে আপনার দিন লাগবে কম। আর যদি পাশ কম হয় তাহলে আপনার টিম লাগবে বেশি।
২২ m.m এর ৭,৮,৯,১০,১২, ফুটের দাম ৫,০০০ টাকা সব ফুটে দামে একই।
২৬ m.m এর ৭,৮,৯,১০,১২, ফুটের দাম ৫,৫৫০ টাকা সব ফুটে দামে একই।
৩২ m.m এর ৭,৮,৯,১০,১২, ফুটের দাম ৬,৩০০ টাকা সব ফুটে দামে একই।
আমাদের এই সাইডে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আমরা আশা করি যে আপনি যে বিষয় চেয়েছেন সেই বিষয়টা অবশ্যই পেয়েছে। এরকম সকল তথ্য পেতে আমাদের সাথে সবসময় থাকবেন ধন্যবাদ,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.