ঢেউটিনের দাম কত ২০২৪
এক বান টিনের দাম বিভিন্ন রকমের হয়ে থাকে। টিনের দাম মিলিমিটার এর উপর নির্ভর করে।প্রতিবাদের দাম নিচে দেওয়া হল
টিনের হিসাবঃ
ঢেউ টিনের দাম কত | টিনের বর্তমান বাজার মূল্য
বর্তমানে চীনের বাজার হচ্ছে ৬,৭,৮,৯ ফুটর দাম ৩২৭০ টাকা এটি পাইকারি রেট। তাদের সুবিধার জন্য কেবলমাত্র তথ্য, বিভিন্ন মডেল এবং প্রতিষ্ঠান আমাদের ভিডিও তৈরি করা। আমরা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খুচরা ও পাইকারী ভিডিও বানিয়ে আপনাদের মাঝে দিয়ে থাকে এবং ব্লগ পোস্টে দিয়ে থাকি। ঢেউটিনের ভিডিও নিচে দেওয়া হয়েছে ভিডিও থেকে আপনারা ভালো করে বুঝতে পারবেন আশা করি। আরো উপরে টিনের দাম দেওয়া তো আছে। আমরা আশা করি যে আপনারা এই পোস্ট থেকে টিনের সমস্ত বিষয় বুঝতে পারবেন ও জানতে পারবেন। মিডিয়াম সাইজের টিন আছে ও মাঝারি সাইজের টিন আছে। এইসব দিন ছাদের উপরে দাম হয়ে থাকে। দোকানে টিনের বিক্রি করা হয় বান হিসেবে। সব টিনের দাম সমান ৩২৭০ টাকা এটি পাইকারি রেট।
প্রতিটা দিনের গায়ে নম্বর লেখা আছে এবং কি কোম্পানির নাম দেওয়া আছে এগুলো ভালো করে আপনারা খেয়াল করে নিবেন। টিনের দাম m.m. এর উপর নির্ভর করে। সব ফুটের দাম একই। কিন্তু m.m. এর দাম অনুযায়ী দোকানে বেচাকেনা হয়ে থাকে।
আবার পাশের ওপর ও নির্ভর করে। পাশ যদি বেশি হয় তাহলে আপনার দিন লাগবে কম। আর যদি পাশ কম হয় তাহলে আপনার টিম লাগবে বেশি।
২২ m.m এর ৭,৮,৯,১০,১২, ফুটের দাম ৫,০০০ টাকা সব ফুটে দামে একই।
২৬ m.m এর ৭,৮,৯,১০,১২, ফুটের দাম ৫,৫৫০ টাকা সব ফুটে দামে একই।
৩২ m.m এর ৭,৮,৯,১০,১২, ফুটের দাম ৬,৩০০ টাকা সব ফুটে দামে একই।
আমাদের এই সাইডে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আমরা আশা করি যে আপনি যে বিষয় চেয়েছেন সেই বিষয়টা অবশ্যই পেয়েছে। এরকম সকল তথ্য পেতে আমাদের সাথে সবসময় থাকবেন ধন্যবাদ,
If you have any doubt , let me know.