অনলাইনে জমির খাজনা ldtax.gov.bd
জমির খাজনা বাড়িতেই: ভূমি সংক্রান্ত ফি জমা দেওয়া যাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। আজকের ইনফোটি ভূমি উন্নয়ণ কর ব্যবস্থাপনা সিস্টেম: www.ldtax.gov.bd এই সাইট সম্পর্কে। এই সাইটটি ভিজিট করে ভূমি সংক্রান্ত যে কোন ফি জমা দিতে পারবেন ঘরে বসেই। এজন্য আপনাকে কোথাও যেতে হবে না।
ভূমি সংক্রান্ত ফি অনলাইনে জমা দেওয়ার ওয়েবসাইট
অনলাইনে খাজনা বা ভূমি সংক্রান্ত ফি জমা দিতে নিবন্ধন করুন এই সাইটে।
বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় ভূমি সংক্রান্ত সেবা মানুষের হাতের মুঠোয় দিতে ডিজিটাল সিস্টেম প্রবর্তন করেছে। ফলে মানুষ এখন অনলাইনে জমির খতিয়ান দেখা ও খতিয়ানের অনলাইন কপি ডাউনলোড, ই-নামজারি, মিস মামলা, অনলাইনে শুনানী এবং অনলাইনে জমির খাজনাসহ জমি সংক্রান্ত বিভিন্ন ফি জমা দিতে পারছে।
ldtax.gov.bd ওয়েবসাইটটি হচ্ছে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের ভূমি উন্নয়ণ কর ও ভূমি সংক্রান্ত বিভিন্ন ফি গ্রহণ করার সিস্টেম বা অনলাইন অ্যাপলিকেশন।
বাংলাদেশের যে কোন নাগরিক এই সাইটে নিবন্ধন করে জমির খাজনা বা ভূমি সংক্রান্ত ফি ঘরে বসেই জমা দিতে পারবে।
কিভাবে অনলাইনে ভূমি সংক্রান্ত ফি পরিশোধ করবেন?
অনলাইনে যাতে খুব সহজেই যে কেউ নিবন্ধন করে ভূমি সংক্রান্ত যে কোন ফি পরিশোধ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে।
অফিসিয়ালভাবে বলা হয়েছে, ভূমি উন্নয়ণ কর, নামজারি ফি, খতিয়ান ফি সহ জমি সংক্রান্ত যাবতীয় ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করা যাবে।
ফি জমা সম্পন্ন হলে ব্যবহারকারী একটি রশিদ পাবেন। রশিদটিতে কিউআর কোড যুক্ত থাকবে এবং সেবাটি গ্রহণ করতে পারবে।
এ জন্য প্রথমেই আপনাকে Idtax.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে হবে।
নিবন্ধন করার প্রক্রিয়া
তিনটি প্রক্রিয়ার মাধ্যমে একজন সেবা গ্রহীতা নিবন্ধন করতে পারবেন।
এক. সরাসরি ওয়েবসাইটে ঢুকে একজন সেবা গ্রহীতা নিবন্ধ করে অনলাইনে ফি পরিশোধ করতে পারবেন।
দুই. ডিজিটাল সেন্টারে গিয়ে যে কেউ ভূমি উন্নলণ কর ব্যবস্থাপনা সিস্টেমে নিবন্ধ করে নিতে পারবে।
তিন. কল সেন্টারে কল করেও নিবন্ধ করা যাবে। এটা অবশ্য নতুন ডাইমেনশন।
নিবন্ধ করার পর বাকী তথ্য ভূমি মন্ত্রণালয়েল লোকজন ইন্ট্রি দিবে। সব কিছু সম্পন্ন হলে নিবন্ধনকারীর মোবাইলে একটি এসএমএস পাবেন।
জমির খাজনা জানার প্রক্রিয়া
ভূমি উন্নয়ণ কর ব্যবস্থাপনা সিস্টেস এ আপনার নিবন্ধন সম্পন্ন হলে একটি এসএমএস পাবেন। এর পর আপনি যখনই জানতে চাইবেন আপনার কর কত তখনই খজনার টাকার পরিমান জানতে পারবেন।
খজনা পরিশোধ করার জন্য একটি টোকেন নাম্বার পারেন। পেমেন্ট করার অপশনে টোকেন নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার খাজনার পরিমান দেখাবে।
ইতিপূর্বে পরিশোধ করা হয়ে থাকলে তাও দেখাবে।
টোকেন নাম্বার প্রবেশ করালে সিস্টেম অটোমেটি বুঝে নিবে এটা এত সালের খাজনা।
ভূমি সেবার হেল্প লাইন
বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় হেল্পলাইন থেকে ভূমি সংক্রান্ত যে কোন তথ্য, পরামর্শ ও সহায়তা পেতে ডায়াল করুন- 16222 নাম্বারে।
জমির কাগজ (খতিয়ান/দলিল/নামজারি) কিংবা ভূমি সংক্রান্ত আইনি তথ্য বা পরামর্শ জানতে ভূমি সেবার হট লাইনে করুন।
অনলাইনে বিস্তারিত জানতে ভিজিট করুন www.land.gov.bd এই সাইটে।
If you have any doubt , let me know.