{ads}

কাঠামোর শতকরা অনুযায়ী রডের হিসাবঃ

কংক্রিটের শতকরা অনুযায়ী রডের হিসাব


কাঠামোর সকল অংশে মোট কংক্রিটের শতকরা অনুযায়ী রডের হিসাবঃ-

ক. লিন্টেন, স্লাব, সানশেড, ড্রপওয়াল, সেয়ার ওয়াল, রেইলিং ইত্যাদি ক্ষেত্রে কংক্রিটের পরিমানের শতকরা 1.2% – 1.5% রড ব্যবহার করা হয়।

খ.বীমে কংক্রিটের পরিমানের শতকরা 1% – 2% রড ব্যবহার করা হয়।

গ.কলামে কংক্রিটের পরিমানের শতকরা 1% – 5% রড ব্যবহার করা হয়।

ঘ. ভিত্তিতে কংক্রিটের পরিমানের শতকরা 1% – 1.5% রড ব্যবহার করা হয়।

ঙ.ওয়াটার রিজার্ভারে কংক্রিটের পরিমানের শতকরা 1.5% – 2% রড ব্যবহার করা হয়।

চ. পুরা বিল্ডিং এ ছাদ মাপে প্রতি sft তে রডের প্রয়োজন হয় 4.5 কেজি।

বিঃদ্রঃ সকল মালামালের অপচয় বা অয়েস্টেজ বাবদ 5% ধরা হয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.