{ads}

মাটি-পরিক্ষা ‍Soil Test BD

মাটি-পরিক্ষা ‍Soil Test BD

মাটি-পরিক্ষা অনেক গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ যা ভাবতে পারেন বাংলাদেশে জমিতে কীভাবে উপযুক্ত ফল বা সবজি চাষ করা যাবে। মাটি-পরিক্ষা করা হলো মূলত জমির মাটির পারমাণবিক, রাসায়নিক এবং বৈজ্ঞানিক গুণাবলী মূল্যায়ন করা। এটি পানির পারমাণবিক প্রাকৃতিক উপস্থিতি, প্রমাণিত উর্বরতা, প্রাকৃতিক সারের উপস্থিতি, মাটির pH মান ইত্যাদির উপর ভিত্তি করে হয়।


 

মাটির বিবরণঃ

কাঠামো নির্মাণ এবং ডিজাইনের পূর্বে প্রকল্প এলাকার মাটি পরীক্ষা খুবই গুরুত্ব পূর্ণ । কাঠামোর ভিত্তি ডিজাইনের জন্য মাটির আকার আকৃতি, ভার বহন ক্ষমতা, ভূগর্ভস্থ পানির অবস্থা এবং মাটির গুনাগুণ সম্পর্কে বিশদ অবগত হওয়ার জন্য মাটি পরীক্ষা অত্যাবশ্যকীয়। স্বল্প ব্যয়ে নিরাপদ ভিত্তি ডিজাইনের জন্য মাটি পরীক্ষা প্রয়োজন। প্রকৌশল কাঠামো নির্মাণের পূর্বে মাটি বিভিন্ন কারিগরি পদ্ধতির মাধ্যমে পরিক্ষা-নিরীক্ষা করা অপরিহার্য ।সাব-সয়েলের ব্যর্থতা ব্যতিরেকে প্রতি একক ক্ষেত্রফলের উপর কাঠামোর লোড বহন করার ক্ষামতাকে মাটির ভার বহন ক্ষমতা বলে।
এর একক টন / বর্গ মিটার বা কেজি / বর্গ মিটার । মাটির ভার বহন ক্ষমতা মাটির কণার বৈশিষ্টের উপর নির্ভরশীল। সুক্ষতর কণার সংশক্তি এবং ঘর্ষণ গুণাবলী অধিকতর পরিবর্তনশীল । অপর দিকে যে মাটির ওজন বেশি বা কম ভয়েড যুক্ত, সে মাটির ভার বহন ক্ষমতা বেশি। 

মাটির প্রকারভেদঃ

  1. নরম কাঁদা মাটি
  2. খুব নরম ভিজা কাঁদা মাটি
  3. আর্দ্র কাঁদা ও বালি মিশ্রিত মাটি
  4. নরম পাথুরে মাটি
  5. শক্ত পাথুরে মাটি
  6. শুকনো কালো তুলোট জাতীয় মাটি
  7. মাঝামাঝি ধরণের শক্ত কাদামাটি
  8. প্রায় শুকনো দৃঢ়াবদ্ধ কাঁদা মাটী
  9. আলগা এবং শুকনো বেলে মাটি
  10. আবদ্ধ বেলে মাটি
  11. আলগা নুড়ি পাথর
  12. আবদ্ধ নুড়ি পাথর

                    ১) সয়েল টেস্ট রিপোর্টের মাটির বিয়ারিং কেপাসিটিতে ২-৩ পর্যন্ত ফ্যাক্টর অফ সেফটি ধরা থাকে।
                    ২)
                    লোড কম্বিনেশনে ডেড লোড আর লাইভ লোডে যথাক্রমে ১.২ ও ১.৬ ফ্যাক্টর অফ সেফটি ধরা থাকে।
                    ৩) ঝড় তুফান আর ভূমিকম্পের সাথে সর্বোচ্চ লাইভ লোড পাবার সম্ভাবনাও খুবই কম, তাই লোড কম্বিনেশনেও একটা সুবিধা পাওয়া যায়।
                    ৪) মোমেন্ট হিসাবেও একটা ফ্যাক্টর অফ সেফটি ধরা থাকে।
                    ৫) ভালো ডিজাইনাররা ডিজাইনে ঢালাইয়ের স্ট্রেন্থ ২৫০০ পিএসআই ধরলেও বাস্তবে ৩০০০ পিএসআই কনক্রিট স্ট্রেন্থের সাজেস্ট করেন।
                    ৬) অনেক ডিজাইনার আবার কলাম/বিম ডিজাইনে যা রড আসে তার চেয়ে একটা বা দুটা রড বেশি দেন।


                    একটি মন্তব্য পোস্ট করুন

                    0 মন্তব্যসমূহ
                    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.