নিউক্লিয়ার বিদ্যুৎ কারখানায় কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়
নিচে রিএক্টরের অন্তস্থলের( Core) নীল আভাযুক্ত জায়গাটি তে ফুয়েল রডগুলি প্রবেশ করানো ছিল । বের করে নেওয়ার পর ছবি নেওয়া হয়েছে । নীল রং এসেছে ফিশন রিএকশনের বিকিরন থেকে ।
এই ফুয়েল রডগুলি সাধারনত হয় এনরিচ্ড ( enriched) ইউরেনিয়াম যেখানে ফিসাইল ইউরেনিয়ামের অনুপাত ২০% বা তার বেশী । এর ফলে জ্বালানিটি ফিশনের চেইন বিক্রিয়ায় অংশ নিতে পারে ফলে আরও জ্বালানি ফিশনে অংশগ্রহন করে ৷ এই বিক্রিয়ার ফলে তাপ বাহকের মাধ্যম যা হল জল তা উত্তপ্ত হয় । এই উত্তপ্ত জল অন্য একটি সার্কিটের জলে প্রবেশ করে সেটিকেও উত্তপ্ত করে স্টিম উৎপন্ন করে যা একটি টার্বাইনকে ঘোরায় । এই ঘূর্নন একটি অলটারনেটার থেকে বিদ্যুৎ উৎপন্ন করে ।
উপরের ডায়াগ্রামে লাল বাক্সটি হল কোর (Core) বা অন্তঃস্থল । এর মধ্যে উত্তপ্ত জল থাকে যা উচ্চ চাপও তাপমাত্রায় পৌঁছেযায় ফিশন বিক্রিয়ায় উদ্ভুত তাপ সংগ্রহ করে । তপমাত্রা নিয়ন্ত্রন করাহয় কন্ট্রোল রড গুলি কোরের মধ্যে নামিয়ে ৷ নীল রংটি আসে ফিশন রিএকশন থেকে যা উপরের খালি রিএক্টরে ফুয়েল রড বের করে নেবার পরও দৃশ্যমান ।
If you have any doubt , let me know.