বাড়ি তৈরি করতে ভালো ইট কীভাবে চিনব
ইট এমন একাটি উপাদান, যা বাড়ী নির্মান করার প্রথমেই আপনার মাথায় আসে । কিন্তু সমস্যা হচ্ছে ইট সম্পর্কে আপনাদের তেমন কোন আইডিইয়া থাকেনা। ইট কেনার আগে অবশ্যই আপনাকে ইট সম্পর্কে খুবই ভালো ভাবে জেনে নিতে হবে। তাই আসুন ইট সম্পর্কে বিস্তারিত জানি:
- একটি ইট নিয়ে তার গায়ে নখের আঁচড় কাটার চেষ্টা করলে তাতে আঁচড় পড়বেনা । যদি আঁচড় পরে তাহলে বুঝতে হবে ইট টি ভালো না।
- একটি ইটকে অন্য একটি ইট দিয়ে আঘাত করলে যদি ঘাতব শব্দ উৎপন্ন হয়, তা হলে বুঝতে হবে ইটটি ভালো।
- দুইটি ইটকে টি (T) এর মতো করে ধরে ২ মিটার উঁচু থেকে ফেলে দিলে যদি ভেঙ্গে যায়, তা হলে ইটটি ভালোনা আর যদি ভেঙ্গে না যায়, তাহলে ইটটি ভালো।
- একটি পাত্রে যদি ইটকে ভিজানো হয় এবং তা বুদবুদ সহ কারে বেশ পরিমাণ পানি শোষণ করে নেয় এবং পানি ঘোলাটে হয়, তবে এটি ভালো ইট নয়।
- একটি ইটটে ভেঙ্গে টুকরা করা হলে যদি টুকরা গুলোর রঙ দেখতে একই রকম হয়, তবে এটি ভালো ইট।
- ইটের ধার ও কোণ গুলো সুক্ষ ও তীক্ষণো হলে বুঝতে হবে এটি ভালো ইট।
- ইটের পৃষ্ট মসৃন ও সমতল হলে এটি ভালো ইট।
- ইটের মাপ আদর্শ থাকবে, যেমনঃ (৯.৫” x ৪.৫” x ২.৭৫”)
- ইটের ওজন ৩.৫ কেজির বেশী হবে না।
- ভালো ইট পানিতে ভেজালে আয়তনে পরিবর্তন হয় না।
ইটের কাজের পরিমাণ বাহির করার একক পদ্ধতিঃ
আমাদের দেশে সাধারনত ৯.৫” x ৪.৫” x ২.৭৫” সাইজেরইট, যামিলিমিটারে ( 238 x 114 x 70 ) বাংলা ইট ব্যাবহার হয়ে থাকে, এইমান PWD এর সিডিউল অনুযায়ী।মসলাসহ ১০” x ৫” x ৩” ( 250 x 125 x 76 )
ইট পাঁচ প্রকার
১। ১ম শ্রেনীর ইট।
২। ২য় শ্রেনীর ইট।
৩। ৩য় শ্রেনীর ইট।
৪। ঝামাইট।
৫। পিকেটইট।
প্রতি ১০০ sft জায়গায় ইটের ৫” গাঁথুনিতে ইট লাগে = ৫০০টি। প্রতি ১০০ cft ইটের ১০” গাঁথুনিতে ইট লাগে = ১১৫০টি। প্রতি ১০০ sft জায়গাতে হেরিংবোন বন্ড করতে ইট লাগে = ৫০০টি। প্রতি ১০০ sft জায়গাতে সলিং করতে ইট লাগে = ৩০০টি।
If you have any doubt , let me know.