{ads}

টিনের মধ্যে ঢেউ ঢেউ থাকে কেন | waves in the corrugate sheet or TIN

টিনের মধ্যে ঢেউ ঢেউ  waves in the corrugate sheet

টিনের মধ্যে ঢেউ ঢেউ waves হল এমন উল্কিত ধারাবাহিক আকার যা সাধারণত ক্রুগ কাগজের মতো আকৃতির শীটের উপর প্রতিফলিত হয়। এই ধারাবাহিক আকার তৈরি হয় যখন টিনের শীটের মধ্যে চাপ অথবা বাতাসের চলন্ততা হতে থাকে।


হিসাব টা যদি:

  • ঘরের চালের জন্য নরমাল টিন (প্লেইন) ব্যবহার করলে তা অতটা মজবুত হয় না। যখন ঢেউখেলানো টিন ব্যবহার করা হয় তখন তা প্লেইন টিনের চাইতে মজবুত হয়। এতে কোন কিছুর ভর এক জায়গায় না পড়ে চারিদিকে ছড়িয়ে যায়। এর ফলে টিন এর মজবুতি ও বৃদ্ধি পায়। কারন ১ ফিট যায়গার জন্য প্লেইন টিন লাগে ১ ফিট আর ঢেউ খেলানো টিনের জন্য লাগে (-,+) ২ ফিট টিন।
  • যেন বৃষ্টির পানি আটকে না থাকে আর বৃষ্টির পানি পড়ার সময় যেন এলোমেলোভাবে না পড়ে ঢেউ এর মধ্য দিয়ে পড়লে তা দেখতে সুন্দর লাগে এবং বাসা এর সৌন্দর্য বৃদ্ধি পায়।
  • ঢেউ সমূহ সূর্যের আলো প্রতিফলন করতে পারে এবং এর কারনে টিনের তৈরি ঘর কম উত্তপ্ত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.