বড় ব্রীজগুলো বাঁকা হবার কারন
এর একটি কারণ হচ্ছে ব্রিজের নিচ দিয়ে বড়ো জাহাজ বা জলযান সহজে চলাচল করতে পারা। অপর কারণটি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাঁকা করে বানানো হলে ব্রিজের ধারণক্ষমতা তথা শক্তি বৃদ্ধি পায়। প্রাচীনকাল থেকেই মানুষ এভাবে কাঠামো তৈরি করে আসছে। নিচের ছবিটি দেখলে বুঝবেন কিভাবে কোন বাঁকানো কাঠামোর উপর খাড়াভাবে প্রযুক্ত বল এর দুই প্রান্তে চলে যায়। অর্থাৎ ব্রিজের উপর ভারী গাড়ি চলার সময় এটি ব্রিজের সমান্তরাল (ভূমির সাথে) কাঠামোতে সরাসরি চাপ না দিয়ে পিলারের উপর চাপ দেয়, এবং পিলারগুলো এমন চাপ নেয়ার উপযোগী করেই বানানো হয়।
If you have any doubt , let me know.