{ads}

বড় ব্রীজগুলো বাঁকা হয় কেন? Why are the big bridges curved?

                     বড় ব্রীজগুলো বাঁকা হবার কারন

এর একটি কারণ হচ্ছে ব্রিজের নিচ দিয়ে বড়ো জাহাজ বা জলযান সহজে চলাচল করতে পারা। অপর কারণটি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাঁকা করে বানানো হলে ব্রিজের ধারণক্ষমতা তথা শক্তি বৃদ্ধি পায়। প্রাচীনকাল থেকেই মানুষ এভাবে কাঠামো তৈরি করে আসছে। নিচের ছবিটি দেখলে বুঝবেন কিভাবে কোন বাঁকানো কাঠামোর উপর খাড়াভাবে প্রযুক্ত বল এর দুই প্রান্তে চলে যায়। অর্থাৎ ব্রিজের উপর ভারী গাড়ি চলার সময় এটি ব্রিজের সমান্তরাল (ভূমির সাথে) কাঠামোতে সরাসরি চাপ না দিয়ে পিলারের উপর চাপ দেয়, এবং পিলারগুলো এমন চাপ নেয়ার উপযোগী করেই বানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.