হলো ব্লক কি? What Is Hollow Block
এরা ২০% সিমেন্ট এবং ৮০% বালুর সমন্বয়ে গঠিত। ভারবাহী ও ভারবাহী নয় এই দুই ধরনের দেয়াল নির্মাণেই ব্যবহৃত হয় এরা। আকারে বড় হওয়ায় পরিমাণে কম লাগে এবং মর্টারের খরচও কমে যায়। এরা তাপ, বিদ্যুৎ, শব্দ ও আর্দ্রতা অপরিবাহী। এর সুবিধাগুলো হলো- স্থায়িত্বকাল ও কাঠামো বেশ ভালো। শব্দ শোষণ ক্ষমতা অনেক বেশি। তাপ ও আর্দ্রতা অপরিবাহী, ফলে গরমের দিনে ঘর থাকে ঠাণ্ডা। তৈরি করতে জ্বালানির অপচয় কমে। পরিবেশ দূষণ রোধ হয়।
If you have any doubt , let me know.