{ads}

কফার ড্যাম কেন ব্যবহার করা হয় ? Why Cofer Dam Used

কফার ড্যাম কেন ব্যবহার করা হয়

বেশ কিছু উদ্দেশ্যে কফার ড্যাম ব্যবহার করা হয়; যেমন

বেষ্টনীর মধ্যে পানি প্রবেশকে বাধা দেয়ার জন্য।

পানির মধ্যে ভিত্তি স্থাপন করতে শ্রমিকদের কাজ করার জন্য প্লাটফর্ম প্রদান করতে।

প্রতিক্রিয়া ছাড়াই সন্নিহিত কাঠামােকে মুক্ত রেখে ভিত্তির জন্য জায়গা প্রদান করে।

পাইল বসানাের সুবিধা প্রদান করে।

ব্ল্যাট এবং গ্রিলেজ ভিত্তি স্থাপনে সাহায্য করে

কংক্রিট ড্যামের ভিত্তির এবং সুপারস্ট্রাকচারের কাজ সম্পাদন করতে সাহায্য করে।

ব্রিজের অ্যাবাটমেন্ট এবং পায়ারের জন্য ভিত্তি নির্মাণে সুবিধা প্রদান করে।

কফার ড্যামের প্রকারভেদঃ

যেখানে কফার ড্যাম স্থাপন করা হয় সেখানে প্রথমে ড্রেজিং করে ওই স্থানের কাদা সরিয়ে ফেলা হয়। এরপর পাইল সেটআপ করতে হয়। সর্বোপরি পাম্পিং করে কফার ড্যামের ভেতরের পানি নিষ্কাশন করা হয় এবং বাইরে থেকে যেন পানি চুইয়ে না আসে তা নিশ্চিত করা হয়। তারপর স্ট্রাকচার বা পিলার তৈরির কাজ শুরু করা হয়। কাজ শেষে সাবধানে কফার ড্যামটি খুলে নেয়া হয়।

কফার ড্যাম বিভিন্ন রকমের মালামাল (যেমন- সিট ফাইলস, স্টীলস) ব্যবহার করে বানানো হয়। মালামাল ব্যবহারের উপর ভিত্তি করে কফার ড্যাম বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন

* মাটির কফার ড্যাম

* রক-ফিল কফার ড্যাম

* স্যান্ড ব্যাগ কফার ড্যাম

* সিংগেল ওয়াল কফার ড্যাম

* ডাবল ওয়াল কফার ড্যাম

* রক-ফিল ক্রিব কফার ড্যাম

* কংক্রিট কফার ড্যাম

*সেলুলার কফার ড্যাম

* ক্যান্টিলিভার শিট পাইল কফার ড্যাম

* ব্রেইসড কফার ড্যাম

* সাসপেন্ডেড কফার ড্যাম

মাটির কফার ড্যাম সবচেয়ে সাধারণ এবং পরিচিত। যেখানে পানির গভীরতা প্রায় ২ মিটার এবং প্রবাহের বেগ কম, সেখানে মাটির কফার ড্যাম ব্যবহার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.