{ads}

ভায়াডাক্ট পিলার মানে কী?

দুটি শব্দ আছে 'viaduct' এবং 'pillar'।

ভায়াডাক্ট(viaduct)

কোনো উপত্যকা,জলাভূমি বা অবতল ভূমির উপর দিয়ে যাতায়াতের সুবিধার জন্য যে পথ বা রাস্তা তাকে বলে ভায়াডাক্ট।খুব সহজভাবে বলতে গেলে ব্রীজ বা সেতু।এই সেতুটি ব্যবহার হতে পারে রেলপথ হিসেবে বা সড়ক হিসেবে।সহজ উদাহরণ হচ্ছে আমাদের পদ্মাসেতু।পদ্মাসেতুতে রয়েছে ৮১টি ভায়াডাক্ট পিলার।

পিলার Column

পিলার হচ্ছে থাম বা খাড়া স্তম্ভ যা কোনো স্থাপনাকে ধরে রাখে।

অর্থাৎ,ভায়াডাক্ট পিলার হচ্ছে সেতু বা ব্রীজের নিচের থাম।

কিছু ছবি দেখাই

ছবিতে দেখানো লাল মার্ক করা পিলারগুলোই ভায়াডাক্ট পিলার।

দুটি শব্দ আছে 'viaduct' এবং 'pillar'।

ভায়াডাক্টঃ কোনো উপত্যকা,জলাভূমি বা অবতল ভূমির উপর দিয়ে যাতায়াতের সুবিধার জন্য যে পথ বা রাস্তা তাকে বলে ভায়াডাক্ট।খুব সহজভাবে বলতে গেলে ব্রীজ বা সেতু।এই সেতুটি ব্যবহার হতে পারে রেলপথ হিসেবে বা সড়ক হিসেবে।সহজ উদাহরণ হচ্ছে আমাদের পদ্মাসেতু।পদ্মাসেতুতে রয়েছে ৮১টি ভায়াডাক্ট পিলার।

পিলারঃ পিলার হচ্ছে থাম বা খাড়া স্তম্ভ যা কোনো স্থাপনাকে ধরে রাখে।

অর্থাৎ,ভায়াডাক্ট পিলার হচ্ছে সেতু বা ব্রীজের নিচের থাম।

কিছু ছবি দেখাই


ছবিতে দেখানো লাল মার্ক করা পিলারগুলোই ভায়াডাক্ট পিলার।

দুঃখিত উত্তরটা দিতে দেরি হয়ে গেল।আসলে আমি তেমন গুছিয়ে লিখতে পারি না তাই দেখছিলাম অন্য কেউ উত্তরটা দেয় নাকি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.