{ads}

ভবনের মেঝেতে (floor) রডের ব্যবহার কি কোনোভাবে ভবনকে মজবুদ করে এবং ধসে পড়াকে প্রতিহত করতে পারে?

ফ্লোরে রড ব্যবহার করা হয় নিম্নোক্ত কারনে

১. যাতে তা এর ওপর বসবাসকারী ও আসবাবের ওজন ধরে রাখতে পারে । শুধু সিমেন্ট ঢালাইয়ের সে ক্ষমতা নেই ।


২. ভুমিকম্প বা ভুমিধ্বস অথবা মাটির সামান্য পরিবর্তনে যেন ধসে না পড়ে । সিমেন্ট ঢালাইয়ের ওপর টান বল ও মোচড় বল প্রয়োগ করলে তা নিমেষেই ভেঙ্গে যায় । এক্ষেত্রে জেনে রাখা ভালো যে আমরা যে মাটির উপর বসবাস করছি এর ভুমিরুপের প্রায়ই বিভিন্ন কারনে পরিবর্তন ঘটে যা আমরা বুঝতে পারিনা । কয়েক বছর পর লক্ষ করলে মাটির দেবে যাওয়া, ক্ষয়ে যাওয়া এমনকি ক্ষেত্রবিশেষে সরে যাবার মত ঘটনাও টের পাওয়া যায় ।

৩. ফ্লোর আজকাল সাধারণত বিম ও কলামের সঙ্গেই ঢালাই করা হয়ে থাকে । ফলে কলামের ওপর প্রযুক্ত লম্ব বল বা ওজন (ইমারতের ও অন্যান্য) বিমের মধ্যে সমভাবে ছড়িয়ে ভারসাম্য বজায় রাখতে যথেষ্টই সহায়তা করে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.