{ads}

বাংলাদেশের বেশিরভাগ ভবনগুলি দেখতে এতো কুৎসিত কেন?

বাংলাদেশের বেশিরভাগ ভবনগুলি

পৃথিবীর কোন দেশের বেশিরভাগ ভবন সুন্দর? প্রতিটা দেশের মধ্যবিত্ত বাড়ি একই ডিজাইনের হয়ে থাকে। কয়েকটা আইকনিক ভবন আর কিছু ট্রেট সেন্টারের বাইরে পৃথিবীর কোন দেশই গণহারে সুন্দর সুন্দর ভবন উৎপাদন করেনা। আর বাংলাদেশে সুন্দর ভবন নেই এমনটাও না। আপনি না দেখলে সেটা অন্য হিসাব, আমি বরং আপনার দেখার ব্যবস্থা করছি।

বাংলাদেশের সংসদ ভবন পৃথিবীর অন্যতম সুন্দর ও আধুনিক স্থাপত্যশৈলির একটি।

ঢাকার নওয়াবদের তৈরি আহসান মঞ্জিলকে একটা গোলাপি রাজপ্রাসাদ বললে ভুল হবেনা।

আপনি মেইবি শুধু ভারতের রাষ্ট্রপতি ভবন আর আমেরিকার হোয়াইট হাইস দেখেছেন, বাংলাদেশের বঙ্গভবন দেখেননি।

আপনি হয়তো সিলেটের কাজি ক্যাসল নামক রাজকীয় বাড়ি সম্পর্কে জানেন না।

বসুন্ধারা সিটি বেশ কয়েকবার স্থাপতৈশৈলির জন্যে দক্ষিণ এশিয়ায় সেরা হয়েছে।

ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কার্জন হল।

সাউথ টাউন জামে মসজিদ, কেরানিগঞ্জ

পোস্টবক্সের আকৃতিতে তৈরি বাংলাদেশের "ডাক ভবন"

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার।

বাইতুল মুকাররম জামে মসজিদ।

ঢাকার সিটি সেন্টার বাংলাদেশের বর্তমান সর্বোচ্চ ভবন

ঢাকার "রেডিসন ব্লু" হোটেল

ভোলার "জ্যাকব টাওয়ার"

বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন

সাজেক ভ্যালিতে দৃষ্টিনন্দন ভবন আর হোটেলের অভাব নেই। বেশিরভাগ কাঠের তৈরি।

বলাকা ভবন বা বাংলাদেশ বিমানের সদর দপ্তর

মডেল মসজিদ, এইধরনের মোট ৫৬০ টা মসজিদ সারা বাংলাদেশে তৈরি করা হচ্ছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.