0সিভিল ইঞ্জিনিয়ারিং এর খুটিনাটিরবিবার, জানুয়ারী ১৬, ২০২২
নতুন ওয়াল প্লাষ্টার করার আগে কী কী চেক করতে হবে
শুকনা দেয়ালে প্লাস্টার করলে ইট এবং কংক্রিট, মর্টার থেকে পানি শুষে নিবে। তাই প্লাস্টার করার আগে আর.সি.সি কলাম আর ইটের পৃষ্ঠ ভাল করে পানি দিয়ে ভিজাতে হবে
আর.সি.সি অংশে সারফেস গ্রাউটিং দিতে হবে
প্লাস্টার বেশি পুরু হলে হালকা করে দুই/ তিন স্তরে প্লাস্টার করতে হবে
এলুমিনিয়্যাম পাট্টা বা স্পিরিট লেভেলের সাহায্যে প্লাস্টার সারফেস চেক করতে হবে
প্লাস্টার করার ১৮-২৪ ঘন্টা পর কমপক্ষে ৭ দিন দিনে ৩-৪ বার কিউরিং করতে হবে
If you have any doubt , let me know.