{ads}

রড ছাড়া পিলারের বিল্ডিং তৈরি করা কি সম্ভব?Is it possible to make pillar building without rod?

রড ছাড়া পিলারের বিল্ডিং 

খুব ভালভাবেই সম্ভব। এটা নির্ভর করছে আপনি বিল্ডিঙের লোড কিভাবে মাটিতে পাস করে দিচ্ছেন তার ওপর। পাশাপাশি মাটির কন্ডিশন, বিল্ডিং এর লোড ইত্যাদির হিসেব করতে হবে। যে কোন ইঞ্জিনিয়ার এর পারার কথা, কিন্তু বিম কলামের বিল্ডিং করতে করতে এগুলোর হিসেব তারা ভুলতে বসেছে। নিচের বিল্ডিং টা ১৯৬০ এর দশকে করা, এখনের কজন এরকম কাজ পারবে? এটা শুধু ব্রিক দিয়ে করা।

শুধু কাঠের মাধ্যমে করা এই বিল্ডিং।

শুধু বাশের এই বাড়িটা দেখুন।

আপনাকে স্বপ্ন দেখতে হবে, আর তাকে বাস্তবায়ন করার মত মানসিকতা থাকাও জরুরী। একটা সময় কম্পিউটার/ মোবাইলের ধারণা পাগলামিই ছিল।

আর উপরের বিল্ডিং গুলো বাস্তবেই আছে। ভাল আর্কিটেক্ট এর সাথে কথা বলুন, অনেক সময় কমের ভিতরেই ভালো কিছু পাওয়া যায়, কিন্তু তার জন্য যায়গা মত খোজ করতে হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.