৩ কাঠা জমির উপর একটি একতলা ৪ বেডরুমের বাড়ি নির্মাণের সর্বনিম্ন খরচ
আপনি কত তলার ফাউনডেশন করবেন তার ওপর নির্ভর করবে।
আপনি কত স্কয়ার ফুটের ওপর করবেন তার ওপরও নির্ভর করবে।
৪ বেড এর বাড়ি ১২০০ স্কয়ার ফুটের হয় আবার ২২০০ স্কয়ার ফুটের ও হয়।
ছাদে যাবার সিঁড়ি কেমন দিবেন সেটার ওপর ও খরচ বাড়ে কমে।
আমার করা প্রোজেক্ট। ২ তলা ব্রিক ফাউন্ডেশন এ করা, ২৩৫০ স্কয়ার ফুটখরচ- ৩৬ লাখ।
আরেকটা প্রোজেক্ট। বিম কলাম করা, ফাউন্ডেশন ৪ তলা, ২৭২০ স্কয়ার ফুট খরচ- ৫৮ লাখ।
আরেকটা প্রোজেক্ট। বিম কলাম করা, ফাউন্ডেশন ২তলা, ২৪৮০ স্কয়ার ফুট খরচ- ৪০ লাখ।
৭ বছর আগের করা একটা একতলা, ১৫০০ স্কয়ার ফুট খরচ- ১৮ লাখ।
যাই হোক সাধারণত ৪ বেড এর বাড়ি ১৫০০স্কয়ার ফুটে হয়ে যাবে। আর ১ তলাই যদি সবসময় থাকে ফাউনডেশন না করেই (সয়েল টেস্ট দেখতে হবে) করা যাবে। ব্রিক এর বদলে আক্সিদ ব্রিক আর সিলিং এর জন্য অন্য কিছু ব্যবহার করলে, আরও কিছু লোকস্ট এর আইডিয়া আছে এগুলার মাধ্যমে ১১০০-১৪০০ টাকা স্কয়ার ফুটের খরচ পড়বে।
If you have any doubt , let me know.