{ads}

সিভিল ইঞ্জিনিয়ার বা পুরকৌশলীরা কি স্থপতিদের মতো ভবন নকশা করে নাকি তারা শুধু সেটার গাণিতিক দিক দেখে?

 ভবন নকশা করে নাকি তারা শুধু সেটার গাণিতিক দিক দেখে

আপনার কনসেপ্ট এ একটু গন্ডগোল আছে। বিল্ডিং ডিসাইন হলো সেই ডিসাইন যেটার দাড়া সিভিল ইঞ্জিনিয়াররা কন্ফার্ম করে বিল্ডিং এর সেফটি। সুতরাং সমস্ত গাণিতিক রূপী তাদের দেখতে এবং করতে হয় যথা ফাউন্ডেশন, কলাম, বিম ও স্লাব। অপর দিকে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়াররা ডিসাইন করে বিল্ডিং এর বাইরের অংশ তথা একটি বিল্ডিং দেখতে কেমন হবে সেটা। ইন্ডিয়া তে এমন কিছু আর্কিটেকচারাল স্ট্রাকচার আছে যেগুলো গোটা বিশ্বে নাম করা, যেমন,

১. লোটাস টেম্পল, নিউদিল্লী :

২. তাজ মহল, উত্তরপ্রদেশ :

৩. সূর্য মন্দির, ওড়িশা :

৪. খাজুরাহো মনুমেন্টস, মধ্যপ্রদেশ :

৫. কৈলাস মন্দির, ইলোরা মহারাষ্ট্র :

এছাড়াও পৃথিবীর কিছু অন্যতম আর্কিটেকচারাল স্ট্রাকচার হলো -

১. বুর্জ খলিফা, দুবাই :

২. ফ্লাটিরণ বিল্ডিং, নিউ ইয়র্ক :

৩. লিনিং টাওয়ার অফ পিসা, ইতালি :

ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.