{ads}

কঠিন পরিশ্রমের মূলমন্ত্র কী? আমি চাই কঠোর পরিশ্রম করতে, কিন্তু পারি না। কিভাবে এই চাওয়া পূরণ করতে পারি? ইঞ্জিনিয়ারদের একটি কমন প্রশ্ন

পরিশ্রমের মূলমন্ত্র

আপনি কেন কঠোর পরিশ্রম করতে চান??

কি কারণে করতে চান??

কঠোর পরিশ্রম করলেই যে আপনি সাফল্য পাবেন তা নয় কিন্তু। সাফল্য পেতে নিজস্ব বুদ্ধি আর লেগে থাকার মানসিকতা খুবই দরকার।

কঠোর পরিশ্রম বলতে যা বোঝায় সেটা হল আপনি যে বিষয় বা যে লক্ষ ঠিক করেছেন, সেই দিকে বুদ্ধি আর একাগ্রতার সাথে এগিয়ে যাওয়া,, এই এগিয়ে যাওয়ার পথে আপনি নানান ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হবেন। সেই সব বাধা বিপত্তি কে মোকাবিলা করে, অবিচল থেকে লক্ষ্যে র দিকে এগিয়ে যাওয়াই হল কঠোর পরিশ্রম। সাধারণত দেখা যায় ৯৫% মানুষ নিজের লক্ষতে পৌছনোর আগেই হাল ছেড়ে দেয়। তাই তারা সাফল্য পেতে পেতেও পায় না বা সাফল্য থেকে বঞ্চিত হয়।।

যাদের মধ্যে শেষ অবধি লেগে থাকার মানসিকতা থাকে তারা অবশ্যই সাফল্য পায় এবং সাথে সাথে কঠোর পরিশ্রমের ফলে প্রচুর বাস্তব জ্ঞানের অধিকারী হন, যা আরও নতুন নতুন সাফল্যের দিকে তাকে অগ্রসর হতে সাহায্য করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.