{ads}

টাইলস বসাতে যে উপাদানগুলো লাগবে

Materials needed to install tiles টাইলস বসাতে যে উপাদানগুলো লাগবে

১। সিমেন্ট ২। টাইলস ৩। বালি ৪। পিগমেন্ট ৫। হোয়াইট সিমেন্ট মশলার অনুপাত (সিমেন্টঃবালি) ফ্লোরে ১:৪ এবং দেয়ালে ১:৩ এক ব্যাগ সিমেন্টের সাথে ৩ ব্যাগ বা ৪ ব্যাগ বালি মিশিয়ে শুকনা অবস্থায় এমনভাবে মিক্সিং করতে হবে যেন মিক্সারটি দেখতে ছাই রঙ এর মত হয় এবং অভিন্ন দেখায়। এরপর পরিমিত পানি দিয়ে পুনরায় ভালোভাবে মিক্সিং করতে হবে। তবে মনে রাখা জরুরি, এক ঘন্টার মধ্যেই বানানো মশলা ব্যবহার করে ফেলতে হবে। মশলার উচ্চতা ২ থেকে ৩ সেন্টিমিটার এর মধ্যে হতে হবে। সিমেন্ট মিকশ্চার ছাড়াও রেডি মিক্স সিমেন্ট মিকশ্চার ব্যবহার করা যেতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.