{ads}

চাকুরীতে আবেদনের বয়স বের করার নিয়ম

বয়স বের করার নিয়ম

সরকারী চাকুরীতে আবেদন করতে গেলে নিজের বয়স গণনা করে বের করতে হয় যা আমরা অনেকেই জানি না , এই জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এর খুঁটিনাটি পেজে আপনাদের জন্য সহজ একটি নিয়ম Share করলাম । 


ধরি ১৮ ‍ডিসেস্বর ১৯৭২ আপনার জন্ম তারিখ এবং ৯ মে ২০১৫ পর্যন্ত বয়স বের করতে হবে। অর্থ্যাৎ ৯ মে ২০১৫ থেকে ১৮ ‍ডিসেস্বর ১৯৭২ বিয়োগ করতে হবে। এই ক্ষেত্রে, উপরিউক্তো দিন, মাস ও বছরগুলোকে সাজাতে হবে নিম্নরূপে, বছর-মাস–দিন
২০১৫ – ০৫ – ০৯
১৯৭২ – ১২ – ১৮
———————–
৪2 – ০৪ – ২১
অর্থ্যাৎ ৪2 বছর ৪ মাস ২1 দিন।
ব্যাখ্যাঃ অংকটি সাজানোর পরে, আমি ৯ দিন থেকে ১১৮ দিন বিয়োগ করবো কিন্তু ৯ থেকে ১৮ বিয়োগ যায় না। সূতরাং সেই ছোট্ট বেলার নিয়মে পাশের সংখ্যাটি থেকে ১ ধার নিবো (ধার সব সময় বামের সংখ্যাটি থেকে নিতে হবে)। মজার ব্যাপার হলো যেখান থেকে ১ ধার নিচ্ছি সেটা কিন্তু মাসের ঘর আর আমরা বিয়োগ করছি দিনের ঘরের সংখ্যাগুলোকে। তাহলে, মাসের ঘর থেকে ১ ধার নিয়ে দিনের ঘরে আনলে তা ৩০ দিন ধরে নিতে হবে কেননা ১ মাসে ৩০ দিন যা আমরা জানি। এখন তাহলে, দিনের ঘরের উপরে আছে ৯ আর এর সাথে ধার নেয়া ১ মাসের ঘর থেকে মানে ৩০দিন যোগ করে দিলাম। তাহলে দিনের ঘরে উপরে দাঁড়ালো ৩৯; যা থেকে ১৮ বিয়োগ করে ফলাফলের ঘরে সর্ব ডানে পেলাম ২১ বা ২১ দিন। এখন, ধার করা ১ মাস বা ৩০ দিন ফেরৎ দিবো- যার কাছে নিয়ে ছিলাম তাকে। কিন্তু একটা বিষয় ৩০ দিনকে মাসে কন্ভার্ট করে ফেবৎ দিবো কেননা যাকে ফেরৎ দিচ্ছি সে অলরেডী মাসের ঘরে আছে বা মাস হিসেবে আছে।মতাহলে, আমাদের অংকে মাসের ঘরে নীচের সারিতে আছে ১২; (এর সাথে ফেরতকৃত ১ নিয়ে হলো ১৩ বা ১৩ মাস। এখন আবার মাসের ঘরের সংখ্যাগুলো বিয়োগ করবো কিন্তু উপরে আছে ৫ মাস আর নীচে হলো ১৩ মাস (ঐ ধারের ১ মাস দিয়ে)। এখানেও বিয়োগ হচ্ছে না কেননা উপরের সংখ্যাটি ছোট্ট আর নিচের সংখ্যাটি বড়। তাহলে আবার ধার নিতে হবে। এবার বছরের কাছ থেকে ১ বছর (কন্ভার্ট করে ১২ মাস কেননা আমরা মাসের ঘরের বিয়োগ করছি) ধার নিয়ে যোগ করলাম ৫ মাসের সাথে। তাহলে মনে মনে ৫ মাসের স্থলে হলো ১৭ মাস। এখান থেকে বিয়োগ দিবো আগের ঐ ১৩ মাস; হবে ৪ মাস। এটা মাসের ঘরের ফলাফলে বসাতে হবে। এখন আবার ধার শোধ করবো। অংকটিতে নীচের সারিতে বছরের ঘরে আছে ১৯৭২; এর সাথে ধার ফেরতকৃত ১২ মাস কন্ভার্ট করে ১ বছর যোগ দিলে হয় ১৯৭৩; যা ২০১৫ থেকে বিয়োগ করলে হয় ৪২ বা ৪২ বছর। তাহলে, সর্বশেষ ফলাফল দাঁড়ালো, ৪২ বছর ৪ মাস ২১ দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

If you have any doubt , let me know.