{ads}

প্রবাহী ও প্রবাহীর চাপ নিয়ে কিছু প্রশ্ন-উত্তর Flow and flow pressure

প্রবাহী ও প্রবাহীর চাপ 

এ পর্বে আমরা চেষ্টা করেছি প্রবাহী ও প্রবাহীর চাপ নিয়ে কিছু প্রশ্নের  উত্তর দেওয়ার।

১। প্রশ্নঃ প্রবাহী বলতে কী বোঝায়?

উত্তরঃ যে সব পদার্থ এক স্থান হতে সহজেই প্রবাহিত হতে পারে এবং এবং যার কোন আকৃতি নেই বা আকৃতি পরিবর্তনে বাধার সৃষ্টি করে না,সর্বোপরি অনুগুলো বিচ্ছিন্ন না হয়েও অনায়াসে স্থান পরিবর্তন করতে পারে,সে সব পদার্থকে প্রবাহী বলে।

২।প্রশ্নঃ এডহেসান এবং কোহেসান কাকে বলে?

উত্তরঃ এডহেসানঃ দুইটি ভিন্ন পদার্থের অনুর পারস্পরিক আকর্ষণকে এডহেসান বলে।
কোহেসানঃএকই পদার্থের অনুর পারস্পরিক আকর্ষণকে এডহেসান বলে।
৩।প্রশ্নঃহাইড্রোলিক্স কাকে বলে?কত প্রকার এবং কি কি?
উত্তরঃ প্রকৌশল বিজ্ঞানের যে শাখায় স্থিতিশীল বা গতিশীল অবস্থার পানি বা অন্য কোন তরল পদার্থের ধর্ম নিয়ে আলোচনা করা হয় তাকে হাইড্রোলিক্স বলে।
হাইড্রোলিক্স দুই প্রকার।যথা-
ক। হাইড্রোস্ট্যাকিক্স(Hydrostatic)
খ। হাইড্রো-ডাইনামিক্স (Hydro-Dynamics)
৪। প্রশ্নঃ হাইড্রোলিক মেশিন কী?কয়েকটি হাইড্রোলিক মেশিনের নাম লেখ।
উত্তরঃ যে সকল যন্ত্রপাতি পানি বা অন্য কোন তরল পদার্থ দ্বারা পরিচালিত হয়ে কাজ সম্পন্ন করে, সে সকল যন্ত্রপাতিকে হাইড্রোলিক মেশিন বলে।
যেমন
ক। হাইড্রোলিক জ্যাক
২। হাইড্রোলিক লিফট
৩। হাইড্রোলিক প্রেস
৫। প্রশ্নঃ ভিসকোসিটি বা সান্দ্রতা কাকে বলে?
উত্তরঃ তরল পদার্থের অণুসমুহের মধ্যে পারস্পরিক আকর্ষণ থাকার কারনে এর যে কোন স্তরে শিরা পীড়ন প্রতিরোধ করার ক্ষমতা থাকে।তরলের দুটি তলে অনুভূত শিয়ার পীড়ন প্রতিরোধের ক্ষমতাকে এর সান্দ্রতা বলে।
৬। প্রশ্নঃ হাইড্রোলিক প্রেস কী?
উত্তরঃ হাইড্রোলিক প্রেস এমন একটি যন্ত্র যার সাহায্য অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে ভারী লোডকে উত্তোলন করা বা অধিক চাপে কোন বস্তু সংকোচন করতে ব্যবহার করা হয়।এ মেশিনে তরল পদার্থ ব্যবহার করে এক পাশে ছোট পিস্টন বা প্লাঞ্জার দ্বার বল প্রয়োগে অপর প্রান্তে বড় পিস্টন বা র‍্যামের উপর ওজন বা বস্তু রেখে উত্তোলন বা সংকোচন করা হয়।
৭। প্রশ্নঃ প্যাসকেলের সূত্রটি উল্লেখ কর।
উত্তরঃ কোন আবদ্ধ স্থির তরলের যেকোন অংশে চাপ প্রয়োগ করলে সে চাপ অপরিবর্তিত থেকে তরল পদার্থের মধ্য দিয়ে চার দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল সংলগ্ন পাত্রের উপর লম্বভাবে ক্রিয়া করে।ফরাসি বিজ্ঞানী প্যাসকলের নাম অনুসারে একে প্যাসকেলের সূত্র বলে।
৮। প্রশ্নঃ প্যাসকেলের সূত্রের তিনটি দিক উল্লেখ করুন।
উত্তরঃপ্যাসকেলের। সূত্রের প্রধান তিনটি দিক হলোঃ
ক। তরলের চাপ চারিদিকে সঞ্চালিত হয়।
খ। চাপ সমানভাবে সঞ্চালিত হয়।
গ। চাপ তরল সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।
৯। প্রশ্নঃ পানির আপেক্ষিক ওজনের মানগুলো কী কী?
উত্তরঃ
W= 1 gm/cm^3
=0.0001 kg/cm^3
=1000 kg/m^3
=9.81 KN/M^3

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.