{ads}

রেট্রোফিটিং কি? What is Retrofitting?

রেট্রোফিটিং কি? What is Retrofitting?



রেট্রোফিটিং কিঃ 

রেট্রোফিট শব্দের অর্থ একটি পুরানো সিস্টেমে নতুন প্রযুক্তি প্রয়োগ করা। Retrofit হল কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করার একটি প্রক্রিয়া যা আগে ছিল না। নির্মাণ শিল্পে রেট্রোফিটিং বলতে বিদ্যমান কাঠামোকে ভূমিকম্প প্রতিরোধী করার জন্য পুনরায় শক্তিশালীকরণকে বোঝায়।

Option of Retrofittingঃ 

র্তমানে স্ট্রাকচার এর স্ট্রেন্থ বাড়ানোর জন্যে FRP  ব্যাপক ভাবে ব্যাবহার করা হচ্ছে।
FRP-Fiber Reinforced Polymer….

৩ ধরনের FRP রেট্রোফিটিং প্রচলিত

1.CFRP- CARBON Fiber Reinforced Polymer
2.GFRP-GLASS  Fiber Reinforced Polymer
3.AFRP-ARAMID  Fiber Reinforced Polymer

*** এই তিন ধরনের রেট্রোফিটিং এর মধ্যে CFRP  সবচেয়ে বেশী ব্যাবহত হয়।


কেন CFRP সবচেয়ে বেশী ব্যাবহতঃ

১.CFRP ব্যাবহারে কলামের স্ট্রেংথ অনেক গুন বেড়ে যায়। লোড ক্যারিং ক্যাপাসিটি বাড়ে।

২.CFRP শিয়ার ক্যাপাসিটি বাড়ায়

৩.ডাকটিলিটি বাড়ায়

৪.কলামের সেকশন বাড়ায় ইত্যাদি।


CFRP কলাম মোড়ানো:

 CFRP সহ কলাম মোড়ানো


কিভাবে করা হয়ঃ 

১.পারশিয়াল
২.ফুল

পারশিয়াল CFRP রেট্রোফিটিংঃ পারশিয়াল CFRP র‍্যাপিং এর ক্ষেত্রে কলাম কে পারশিয়ালি CFRP দিয়ে মোড়ানো হয়।বিভিন্ন ধরনের পারশিয়াল র‍্যাপিং করা হয়।।৫০%,৭৫% ইত্যাদি।

ফুল CFRP রেট্রোফিটিংঃ ফুল CFRP রেট্রোফিটিং এর ক্ষেত্রে কলাম কে CFRP দিয়ে পুরোপুরি মোড়ানো হয়।।এক্ষেত্রে কস্টিং বেড়ে যায়। বাংলাদেশে কয়েক জায়গায় JICA এ অধীনে CFRP রেট্রোফিটিং এর কাজ হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.