কংক্রিটের স্লাম্প টেস্ট
কংক্রিটের স্লাম্প টেস্ট কি?
কংক্রিট এর মধ্য ধারাবাহিকতা বা সমসত্ত্বতা যাচাই এর জন্য এই স্লাম্প টেস্ট করা হয়।এর মাধ্যমে জানা যায়, কংক্রিট এর কার্যউপযোগীতা কতটুকু।
স্ল্যাম্প পরীক্ষায় ব্যবহুত প্রয়োজনীয় যন্ত্রপাতি:
-স্ল্যাম্প কৌণ (উপরের ব্যাস ১০০ মি:মি: x নিচের ব্যাস ২০০ মি:মি: x উচ্চতা ৩০০ মি:মি: )
-ছোট কুর্ণী (রড) ( ৬০০ মি:মি: লম্বা x ১৬ মি:মি: সাইজ)
-স্কেল/ মেজারমেন্ট ট্যাপ
-স্ল্যাম্প প্লেট (৫০০ মি:মি: x ৫০০মি:মি:)
স্ল্যাম্প পরীক্ষার ধাপগুলি:
১. টেস্টের জন্য সকল উপকরণ পরিষ্কার করেনিতে হবে। স্ল্যাম্প প্লেট অবশ্যই পরিস্কার, শক্ত , সমতল এবং অ-শোষণীয় হতে হবে।২. স্ল্যাম্প টেস্ট করার জন্য প্রয়োনীয় পরিমান কংক্রিট নিতে হবে
৩. তিন ভাগের একভাগ কংক্রিট দিয়ে কোর্ণীটি ভরাট করতে হবে। ২৫ বার রড দিয়ে ভালভাবে ট্যাম্পার করতে হবে। সবসময় একই ভাবে করতে হবে এবং তা হতে হবে বাইরের দিক থেকে মাঝের দিকে।
৪. আবার একই ভাবে দ্বিতীয় ভাগ ভরাট করতে হবে এবং ৩ নং ধাপের মত করে রড দিয়ে টেম্পার করতে হবে। এখানে খেয়ার রাখতে হবে যে এবার রড প্রথম ভাগের উপর পর্যন্ত যাবে, এর নিচে যেন না যায়।
৫. এবার বাকি অংশ ভরাট করতে হবে উবু-উবু করে, মানে একদম উপচে যেন পরে এবং আগের মত রড দিয়ে গুতা দিতে হবে। এখানেও খেয়ার রাখতে হবে রড দ্বিতীয় ভাগের উপর পর্যন্ত যেন যায়, এর নিচে যেন না যায়। উবু অংশ ফেলে দিয়ে মাথা কৌণ এর সমান করে দিতে হবে।
৭. কৌণটি সোজা উপরে দিকে উঠাতে হবে যাতে করে।
৮. এবার কৌণটি উল্টে ফেলে কংক্রিট এর পাশে রাখতে হবে। রডটি কৌণ এর উপ কংক্রিট এর দিকে মুখ করে রাখতে হবে।
৯. কংক্রিটটির সর্বোচ্চ তলা থেকে রড এর তলা পর্যন্ত মেজারমেন্ট ট্যাপ বা স্কেল দিয়ে মাপ নিতে হবে। টেম্পারিং রড থেকে স্ল্যাম্পের সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত পরিমাপই হচ্ছে কংক্রিটের স্ল্যাম্প।
সুত্র: projuktibid
If you have any doubt , let me know.