নির্মাণের জন্য জমির মাটি পরীক্ষা (সয়েল টেস্ট)
মাটির পরীক্ষাঃ
যে কোন ভবন নির্মান এর আগে মাটির গুনাগুন পরীক্ষা করা দরকার এবং উচিত।
মাটির পরীক্ষার ২ টি ধাপ
১। ফিল্ড টেষ্ট ২। ল্যাব টেষ্ট
যখন আমার মাটির পরীক্ষা করি তখন মাটির প্রফাইল জানতে পারি ।
আর যখন মাটির আচরণ জানতে পারি তখন তার ভবিষ্যতে গতিবিধি ও রাসায়নিক বিক্রিয়া গুলি অনুযায়ী কোন সিদ্ধান্ত নিতে সুবিধা হয় ।
ফিল্ড টেষ্ট এর মাধ্যমে মাটির কণা গুলির ভিন্ন দিক পরীক্ষা করা হয় । যেমন এস পিটি, আপেক্ষিক গুরুত্ব, কনসেটেনসি , ভার , কনসোলেডেশন, শেয়ার , ইলেকট্রিক কোরোসোভিটি , গন্ধ, সেটেলমেন্ট , মাটির গভীরে পানির স্থর ইত্যাদি।
ল্যাব টেষ্ট এ মাটি পরীক্ষা র মাধ্যমে জানা যায় মাটির কনার অকার, মাটির মিশ্রণ , অনুমদিত ভার , ভার , ইন্টারনরল ফ্রিকশন, ডেটরিম্টাল ইফেক্ট, ইত্যাদি ।
If you have any doubt , let me know.