{ads}

সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াস, বের করার সহজ কোনো সূত্র;An easy formula to find Celsius to Fahrenheit or Fahrenheit to Celsius

         সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াস



সূত্রটি হল :

C/5 = (F-32)/9

এখানে,

C = সেলসিয়াস স্কেলে তাপমাত্রা,

F = ফারেনহাইট স্কেলে তাপমাত্রা।

এই সূত্র দিয়ে সহজেই সেলসিয়াস থেকে ফারেনহাইট, বা ফারেনহাইট থেকে সেলসিয়াসে তাপমাত্রা বের করা যাবে।

উদাহরণ : সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত?

সমাধান :

এখানে,

C = 25 ডিগ্রি সেলসিয়াস,

F = ?

সূত্রে বসিয়ে পাই,

25/5 = (F-32)/9

বা, 5 = (F-32)/9

বা, 5*9 = F-32

বা, 45 = F-32

বা, 45+32 = F

বা, 77 = F

বা, F = 77

তাহলে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা ৭৭ ফারেনহাইট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.