সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াস
সূত্রটি হল :
C/5 = (F-32)/9
এখানে,
C = সেলসিয়াস স্কেলে তাপমাত্রা,
F = ফারেনহাইট স্কেলে তাপমাত্রা।
এই সূত্র দিয়ে সহজেই সেলসিয়াস থেকে ফারেনহাইট, বা ফারেনহাইট থেকে সেলসিয়াসে তাপমাত্রা বের করা যাবে।
উদাহরণ : সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত?
সমাধান :
এখানে,
C = 25 ডিগ্রি সেলসিয়াস,
F = ?
সূত্রে বসিয়ে পাই,
25/5 = (F-32)/9
বা, 5 = (F-32)/9
বা, 5*9 = F-32
বা, 45 = F-32
বা, 45+32 = F
বা, 77 = F
বা, F = 77
তাহলে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা ৭৭ ফারেনহাইট।
If you have any doubt , let me know.