গ্লাস/কাচ তৈরী করা হয় কিভাবে
আমার এক বড় ভাই গ্লাস/কাচ টেকনোলজির স্টুডেন্ট ছিলো । আর এখন গ্লাস কোম্পানিতে রসায়নবিদ হিসাবে আছে। তার কাছ থেকেই এই ইনফরমেশনগুলো নেয়া। আমাদের Ecivilbd.blogspot.com সাইটে সবসময় এরকম ইনফরমেটিভ পোস্ট পেতে চোখ রাখুন।
কাচ তৈরি করতে প্রথমে প্রয়োজন কাঁচামালঃ
গ্লাস বা কাচ এর জন্য প্রয়োজনিয় কাচামাল সমুহ-
- সিলিকা বালি বা কাচ বালি
- সোডা
- ডলোমাইট
- লাইমস্টন
- ফেলসফার
- সোডিয়াম নাইট্রেড
- কোল পাউডার
আপনি শুধু মাত্র বালি গলিয়েও কাচ বানাতে পারেন। এ ক্ষেত্রে আপনার অনেক তাপ প্রয়োজন। কারন বালির গলনাংক ১৭৫০ ডিগ্রি সে। তাই এর গলনাংক কমিয়ে আনার জন্য মুলত সোডা ব্যবহার করা হয়। সোডা মুলত বিগালক এর কাজ করে বালিকে ১৩০০/১৪০০ডিগ্রি সে: তাপমাত্রায় গলাতে পারে। এই দুইটি উপাদান দিয়ে আপনি কাচ বানাতে পারেন। সোডা আর বালি মিক্স করে ফার্নেস এর ভিতর রেখে দিলে কাচ হয়ে যাবে। তার ব্যবস্থা না থাকলেও ক্রুসিবলে বালি ও সোডা মিক্স করে গ্যাস বার্নারে ১০মিনিট উতপ্ত করলে কাচ হয়ে যাবে।
খালি বালি ও সোডা দিয়ে তৈরি কাচ হবে অত্যন্ত ভংগুর। এই কাচ এর স্থাইয়িত্ব ধরে রাখা ও শক্ত পোক্ত গঠন এর জন্য মুলত ডলোমাইট লাইমস্টন এসব ব্যবহার করা হয়। কোল পাউডার ব্যবহার করা হয় গ্লাস গব(গলিত গ্লাস) রিফাইনিং করার জন্য।
আমি আপনাকে একটা রেসিপি দিচ্ছি আপনার সুবিধার্থে
- বালি ৭০-৭২%
- সোডা ১৩-১৫%
- ডলোমাইট ৮-১০%
- লাইমস্টন ৩-৪%
- কোল পাউডার ০.৫%
মোটা মুটি আপনি এই উপাদান গুল দিয়ে কাচ বা গ্লাস তৈরি করা যায়।
If you have any doubt , let me know.