দুই তলা ১৫০০ বর্গফুটের বাড়িতে গ্রেট বীমে ৪ সুতা রড ব্যবহার
১২*১২ একটি গ্রেড বিমে
২৫ মিলি একটি রড মাঝখানে ব্যবহার করার চেয়ে ২০ মিলি দুটি রড ব্যবহার করা উত্তম।
আবার ২০ মিলি দুটি রড ব্যবহার করার চেয়ে ১৬ মিলি ৪ টি রড ব্যবহার করা উত্তম।
আবার ১৬ মিলি ৪ টি রড ব্যবহার করার চেয়ে ১২ মিলি ৮টি রড ব্যবহার করা উত্তম
তবে এই সরলসূত্র সবসময় প্রযোজ্য নয়।
একটু ফান করে বুঝাতে চেষ্টা করলাম যে রড কত সুতার সেটা ফেক্টর না রড কত কেজি ব্যবহার করলেন সেটা আর বড় ফেক্টর।
৩০ মিলি রড দুটি ব্যবহার করে যদি ১২*১২ একটি কলাম করেন। তবে সেটা ফেটে পাবে।
কিন্তু ১৬ মিলি রড ৬ টি দিয়ে যদি ১২*১২ কলাম করেন তবে ফাটবে না।
ধন্যবাদ সাইটটিতে থাকার জন্য
If you have any doubt , let me know.