Expansion Joint এক্সপেনশন জয়েন্ট
শীত আর গরমের উঠানামা যদি কোন এলাকায় খুব বেশি হয়, তাহলে এটা জরুরী। সাধারন মানুষ বুঝতে পারবে যদি কাঠের দরজা খেয়াল করে। কাঠের দরজা শীতকালে সঙ্কুচিত হয়ে যায় আর বৃষ্টির সময় প্রসারিত হয়ে যায়। কঙ্ক্রিটের বেলাতেও একই ঘটনা ঘটে। গরমে প্রসারিত হওয়ার সময় যেন ফাটল না ধরে, তাই এক্সপানসন জয়েন্ট রাখা হয়।
If you have any doubt , let me know.