সিভিল বিএসসি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পর আমার কী করা উচিত?
0সিভিল ইঞ্জিনিয়ারিং এর খুটিনাটিবুধবার, জানুয়ারী ১২, ২০২২
ব্যাচেলর ইন সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করার পরেঃ
এখানেও অবশ্যই প্র্যাক্টিক্যাল বিষয় এর উপরে জোড় দিতে হবে। ফিল্ড এক্সপেরিয়েন্স আপনাকে অনেক দূর নিয়ে যাবে। জব আসার আগে থেকেই ফিল্ড নিয়ে আইডিয়া রাখুন। মুলত ম্যান পাওয়ার ম্যানেজমেন্টটায় মূখ্য বিষয়।
সরকারি চাকরীর ক্ষেত্রেও প্রচুর সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে সময় নিয়ে প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি মোটা বেতনের স্বায়ত্তশাসিত কোম্পানির সুযোগ তো রয়েছেই।
মাষ্টার্স করতে দেশের বাইরেও যাওয়ার প্রচুর সুযোগ থাকে। এই ক্ষেত্রে বিএসসি শেষ করার আগেই স্কলারশিপ নিয়ে আইডিয়া নিতে হবে। কি কি রিকোয়ারমেন্টস, আইএলটিএস ব্যান্ড কত লাগবে, থিসিস বিষয়, পাবলিকেশন সব গুলো নিয়ে আইডিয়া নিতে হবে।
মোদ্দাকথা বসে থাকা যাবে না এটায় হল মূল বিষয়। ছোট হোক বাট অভিজ্ঞতার অর্জনের সুযোগ আছে দেখলেই লেগে পড়ুন।
If you have any doubt , let me know.