{ads}

সিভিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পর আমার কী করা উচিত?

সিভিল ডিপ্লোমা  ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পর

সিভিল ইঞ্জিনিয়ারিং বা পুরকৌশল বিষয়ের মূল্যায়ন অতীতের মতন গ্রহনযোগ্য।

এখানে উত্তরটা আমি দু'ভাবে দিতে চাইবো।

১/ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে করনিয়::

  • প্র‍্যাক্টিক্যাল বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্যে ফিল্ডে লেভেলে জব নেওয়া। এটা আপনাকে কোথায় নিয়ে যাবে তা বছর ঘুরতেই বুঝে যাবেন।
  • বাংলাদেশে বর্তমানে সরকারী চাকরী নামক সোনার হরিণ খানা সবচেয়ে বেশি হাতে নাতে ধরছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করা স্টুডেন্ট গুলো। উপ-সহকারী প্রকৌশলী (১০ গ্রেড) পোষ্টে সরাসরি নন-ক্যাডার গ্যাজেট অফিসার (রাজস্ব)। যা অনেক বড় একটা সুযোগ। আপনার মেধা থাকলে একটু পরিশ্রমী হলেই সময়ের পরিবর্তে আপনিও লুফে নিতে পারেন এমন সুযোগ।
  • প্রাইভেট সেক্টর গুলোতেও এখন অনেক সম্ভাবনার দুয়ার খোলা আছে। তাছাড়া আছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রচুর সুযোগ। যেমনঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, ডেসকো, পিজিসিবি, হাউজ বিল্ডিং, রাজউক, সিটি কর্পোরেশন সহ আরো অনেক অনেক সুযোগ। (এই মুহূর্তে সব মনে পড়ছে না)
  • যত দ্রুত সম্ভব অটোক্যাড টু ডি আর থ্রী ডি শিখে রাখা উচিত। পাশাপাশি মাইক্রোসফট অফিসের কাজ গুলোর উপর দক্ষতা অর্জন আপনাকে কর্মক্ষেত্রে এগিয়ে রাখবে। এস্টিমেটের উপরেও জোড় দিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.