পদ্মা সেতু নির্মাণ নিয়ে সবসময় আলোচনা সমালোচনা
প্রথমে বলতে চাই, পদ্মা সেতুর ৬.১৫ কিলোমিটার দৃশ্যমান হয়েছে আজ। ৪১ তম স্প্যান বসেছে।
ছবিঃ প্রথম আলো
পদ্মা সেতু নিয়ে আলোচনা সমালোচনা, সেতুর কাজ শুরু হওয়া থেকেই ছিলো এবং আজ সম্পূর্ণ সেতু দৃশ্যমান হওয়ার পরেও সমালোচনা ঠিক আগের মতই আছে।
যেকোন বিষয়েই বাংলাদেশের মানুষের বিভক্ত হওয়াটা এখন রুটিনে পরিবর্তন হয়েছে। কেউ প্রশংসা করছে, তো কেউ সমালোচনা!
তো যাইহোক কথা বলি পদ্মা সেতু নিয়েঃ
পদ্মা সেতু নিয়ে এতো এতো পজেটিভ নেগেটিভ কথার পিছনে বড় একটা রাজনৈতিক কারণ রয়েছে। পদ্মা সেতু প্রকল্পের কথা শুরু হয়েছিলো সেই ২০০০ সালের দিকে এবং চায়নার একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয় ২০১৭ সালে। এর-ই মধ্যে ক্ষমতার পালা বদল হয়েছে একাধিকবার।
একসময় কোন দলের প্রধান বলেছিলেন 'পদ্মা সেতু জোরা-তালি দিয়ে বানানো হবে, আপনারা কেউ উঠবেন না, ভেঙ্গে যেতে পারে এই সেতু'
অন্যদিকে পদ্মাসেতু বৈদেশিক ঋন নিয়ে করার পরিকল্পনা থাকলেও মাঝপথে দুর্নীতির অভিযোগ এনে আর্থিক সহায়তা করা হবেনা বলে জানায় বিশ্বব্যাংক!
তখন আবারো আলোচনায় আসে পদ্মা সেতু প্রকল্প!
পরবর্তীতে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, 'বিশ্বব্যাংক ঋন না দিলেও নিজস্ব অর্থায়নেই হবে পদ্মাসেতু'
তো এতসব আলোচনা সমালোচনা নিয়ে কাজ চলতে থাকা পদ্মা সেতু আজ পুরোপুরি দৃশ্যমান হলো। এবং অনেকেই এখনো পদ্মা সেতুর ব্যয়, রাজনৈতিক নেতাদের বক্তব্য সহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করছেন ।
তবে মূলকথা হচ্ছে যত আলোচনা সমালোচনা-ই হোক, পদ্মা সেতু প্রকল্প বাস্তবে রূপ নেয়া নিয়ে আমরা নিঃসন্দেহে গর্ব করতে পারি।
প্রকল্প শুরু থেকে প্রকল্প চলাকালীন যত যা কিছুই হয়ে যাক না কেনো, দিনশেষে পদ্মা সেতু বাস্তবে পরিণত হয়েছে এবং আলোর মুখ দেখেছে পাঁচটি জেলার বাসিন্দারা।
কারণ,
আমরা যারা অন্য এলাকায় বসবাস করি এবং চলাফেরার ক্ষেত্রে পদ্মার মত বিশাল নদী ফেরি দিয়ে পার হতে হয় না, এই পদ্মা সেতুর মর্ম আর ঐ পদ্মা পারের মানুষের দুঃখ হয়তো খুব একটা বুঝতে পারবো না।
- কিন্তু পদ্মার দুই পারের বাসিন্দারা সহ পাচঁটি জেলার মানুষ জানে একটি পদ্মা সেতুর কতটুকু দরকার তাদের।
- ফেরি পার হতে গিয়ে দুর্ঘটনায় বা মুমূর্ষু রোগী যারা ফেরিতেই মারা গিয়েছেন, তাদের আত্মীয় স্বজন জানেন একটি পদ্মা সেতুর প্রয়োজনীয়তা।
- ঘন্টার পর ঘন্টা যখন সময় নষ্ট হয়, অনুষ্ঠান মিস হয়, ফেরীর কারণে তারা বুঝে একটি পদ্মা সেতু তৈরি হওয়া একটি স্বপ্ন পূরণের সমান।
If you have any doubt , let me know.