{ads}

দুই তলা ও তিন তলা ফাউন্ডেশন-এর খরচের পার্থক্য কী?

দুই তলা ও তিন তলা ফাউন্ডেশন-এর খরচ

বাড়ি তৈরিতে একজন প্রকৌশলীকে যা ভাবতে হয়ঃ

ক) মাটির ভারবহনের ক্ষমতা জানা

[ অতি পরিচিত Soil Test পদ্ধতি ]

এজন্য, Soil Test করা অত্যাবশ্যকীয়। এটি ছাড়া আপনার প্রকৌশলী চোখে দেখে বা অঞ্চল বিবেচনা করে একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। অল্প উচ্চতার কাঠামো বিবেচনা করে আপনি Soil Test করতে চাইবেন না। এখানে অসুবিধা হচ্ছে, প্রকৌশলীর পক্ষে মাটির ভারবহনের ক্ষমতা জানা না থাকায় উনি অনুমানের উপর ভিত্তি করে বেশি মাত্রায় পোক্ত Foundation Design করবে। সাধারনত যার খরচ, Soil Test-এর চেয়ে বেশি হয়ে থাকে।

খ) পুরো কাঠামোটির নিজস্ব ওজন (Dead Load)

গ) ব্যবহার হবে এমন জিনিস এবং ব্যবহারকারীদের ঘনত্ব (Live Load)

ঘ) বাতাসের চাপ (Wind Pressure) ( ১০ তলার বেশি কাঠামোর জন্য প্রযোজ্য)

ঙ) ভু-কম্পন সহনীয় (Earthquake resist)( ১০ তলার বেশি কাঠামোর জন্য প্রযোজ্য)

[ আরও অনেক Design Factor's আছে]

[এটি একটি Typical Brick Foundation]

প্রথম তিনটি অর্থাৎ ক,খ ও গ; ২/৩ তলা কাঠামোর জন্য বিবেচ্য।

২/৩ তলা আবাসিক ভবনের জন্য খ এবং গ পরিমানের তারতম্য হবে এবং ক থেকে মাটির অবস্থা বুঝে Foundation Design করা হবে। ক্ষেত্র ভেদে এই পার্থক্য আলাদা হয়ে থাকে। তবে আমার ধারনা ২তলা এবং ৩ তলা foundation-এর খরচের পার্থক্য ১৩-১৭ %।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.