বাংলা রড কী
অখ্যাত ব্র্যান্ড, নন বিলেট স্ক্র্যাপ থেকে প্রস্তুত, স্ট্যান্ডার্ড টেনসাইল স্ট্রেন্থ এর চেয়ে কম শক্তিক্ষমতা সম্পন্ন, চিড়-ফাটা যুক্ত রড ইত্যাদিকে খোলা বাজারের রড বা বাংলা রড বলা হয়ে থাকে। এগুলো গুরুত্বপূর্ণ দালানে বা দালানের ভারবাহী পার্টে ব্যবহার করা উচিত হবে না। তবে লোড বিয়ারিং নয় এমন অগুরুত্বপূর্ণ অংশ যেমন লিন্টেল, সানশেড, পেরাপেট ওয়াল, অলংকারিক কাজ, অস্থায়ী স্থাপনা, সহজে ভেঙ্গে রিপেয়ার করা যায় এসব অংশে নন গ্রেড রড ব্যবহার করা যায়।
If you have any doubt , let me know.